তারাবীহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তারাবীহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
সত্যি কি ৮ রাকাত তারাবীহ ১২৫০ হিজরীর পর উৎপত্তি হল ?
লেখাটা ১ বছর আগের
{{ বিঃদ্রঃ ১২৫০ হিজরী পৃর্বে ৮ রাকাআত তারাবীহ ছিল কি না এটাই প্রমাণের জন্য এই পোষ্ট }}
% আমি আল্লাহর বান্দা" "নো দলাদলি" "নো আহলে হাদিস আমি" "আমি আল্লাহর বান্দা" %
______________________________________________
____________________________________________________________________________________________
৮ রাকাত তারাবীর প্রমাণিত একটি দলিল .
আসসালাম ওয়ালাইকুম
এক ভাই নাম ধারী হানাফি একটি পোষ্ট করে জানালেন -
"১২৫০ হিজরী পরে
যেভাবে ৮ রাকাআত
তারাবী উৎপত্তি
হলো"
সর্বপ্রথম ১২৮৫
হিজরীতে লা-
মাজহাবি আলেম
মুহাম্মাদ হুসাইন
বিটালভী এই ফতোয়া প্রচার করেছিলেন যে,
" ৮ রাকাআত তারাবী পড়া সুন্নাত এবং ২০ রাকাআত তারাবীর নামায পড়া বিদআত । "
তাহলে সত্যি কি ৮
রাকাত তারাবীহ ১২৫০ হিজরীর পর উৎপত্তি হল ?
আসুন ইনশআল্লাহ
এর জবাবটি খুঁজি
হাসান হাদিস (যা গ্রন্থকার নিজে হাসান বলেন) কি বলে ?
তারাবীহ সালাত যে ৮ রাকাত এর প্রমাণিত একটি দলিল উল্লেখ করি আগে ।
2nd
হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে । দেখুন-
ইমাম আহমদ নিজে
হাদিসটির সনদকে '
হাসান ' হিসাবে
উল্লেখ করেছেন ।
এখন একটু দেখি ইমাম আহমদ বিন হাম্বাল (রহঃ) এর জন্মকাল এবং মৃত্যুকাল কবে ?
2nd
আমি যদি ধরেই নেই ইমাম আহমদ বিন হাম্বাল (রহ) উক্ত হাদিসটি তাঁর
ইন্তাকালের শেষ
বয়সে অর্থাৎ ২৪১
হিজরিতে বর্ণনা করে যান ,
তাহলে যে ভাই বলেন '
"১২৫০ হিজরী পরে
যেভাবে ৮ রাকাআত
তারাবীহ উৎপত্তি
হলো"
এটা আমার
কাছে খুবই হাস্যকর
মনে হয় এবং গাজাঁখুরী ।
আপনাদের কাছে কি মনে হয় ?
[[ না হলে বলতে হবে ইমাম আহমদ বিন হাম্বাল (রহ) এর মৃত্যু ১২৫০ হিজরীতে ]]
{ বাড়তি কমেন্ট বাতিল করা হবে }
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)