বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
লা ~ মাযহাবী কারা কারা ????
বিষয়: লা ~ মাযহাবী কারা কারা ????
—————————————————————————————————
.
.
মাযহাব মানা ফরয।
আর মাযহাব
না মানলে লা মাযহাবি।
.
==============================================
.
আচ্ছা মাযহাব
মানা যদি ফরয হয়
আর এই ফরয যদি কেউ অস্বীকার
করে সে কি কাফের
হবে?
.
অথবা এই ফরয যদি কেউ পালন
না করে সে কি গোনাগার
হবে?
.
যেমন যাকাত
দেয়া ফরয। কিন্তু
কেউ যদি যাকাত
কে অস্বীকার
করে তাহলে সে কাফের আর
যদি যাকাত আলসতা করে আদায় না করে তাহলে কবীরা গোনাহগার হবে।
.
এই মাযহাব মানা কোন ধরনের ফরয?
.
আল্লাহ তা'আলা ও তাঁর রাসুল (সাঃ) শরী'আতের যত
হুকুম ফরয আছে তা স্পষ্ট করে দিলেন
.
কিন্তু
#মাযহাব ফরয করার জন্য হুজুরদের হাতে ছেড়ে দিলেন আর হুজুরগণ কুরআন ঘেটে ঘেটে বুঝতে পারলেন যে
.
#অমুক আয়াতে বুঝা যাচ্ছে মাযহাব মানা ফরয।
.
কিন্তু রাসুল
(সাঃ) ও তার সাহাবীগণ সব ফরয
বুঝলেন এবং মানলেন এই লুকিয়ে থাকা ফরয
বুঝলেন না।
.
কিন্তু আমাদের হুজুরগণ বুঝতে পারলেন।
.
আচ্ছা মাযহাব
মানা যদি ফরয হয় আর লা মাযহাবী হওয়া যদি গোনাহ
এর কাজ হয় তাহলে তো আল্লাহ তা'আলা তার জন্য নিশ্চয়
শাস্তি দিবেন।
.
কারণ মাযহাব মানা ফরয আর ফরয তরক করা কবীরা গোনাহ।
.
কিন্তু শাস্তি দেওয়ার
আগে যখন বলবেন
কারা কারা মাযহাবী হাত তুল।
.
তখন দেখা যাবে মাযহাবীগণ হাত
তুলবে
.
কিন্তু #সাহাবীগণ হাত তুলছেন না,
.
#তাবেঈ ও তাবে তাবেঈগণ হাত তুলছেন না,
.
#ইমাম আবু হানীফা রহ হাত তুলছেন না,
.
#ইমাম মালিক রহ হাত তুলছেন না,
.
#ইমাম শাফেয়ী রহ হাত তুলছেন না,
.
#ইমাম আহমদ ইবনে হাম্বল রহ হাত তুলছেন না।
.
তখন অবশ্য ই আল্লাহ তাদের পাকড়াও করবেন
এই বলে যে তোমরা মাযহাব মানলে না কেন?
.
তোমরা কি জানতে না মাযহাব মানা ফরয ছিল?
.
#তারা নিশ্চয় বলবে হে আল্লাহ মাযহাব তো আমাদের মৃত্যুর পরে তৈরি হলো সেই মাযহাব আমরা মানব কি করে?
.
তার মানে সাহাবীগণ, তাবেঈ
ও তাবে-তাবেঈগণ, ৪ ইমাম
#সহ আরো অনেক থাকবেন #লা মাযহাবী।
.
তখন কি অবস্থা হবে জানি না।
কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে বিচার দিবসের দিন
#যারা লা মাযহাবী হিসাবে হাত তুলবেন না তাদের অন্তর্ভুক্ত করেন। (আমিন)
{ ~Wait & See~ }
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মাজহাবী- লা মাজহাবী না হয়ে শূধু মিসলিম হতে অসুবিধা কোথায়।
উত্তরমুছুনমুসলিম হতে হবে
উত্তরমুছুন