সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
Lutfor Faraji বকরির টেগ জাহেল এর পোষ্টের বিশ্লেষণ
Lutfor Faraji @ [100000748979249:] জাহেল এর পোষ্টের বিশ্লেষণ
আমার তো মনে হয়
সেই রকম বকরির
জ্বলন্ত উদাহরণ Lutfor Faraji
আপনি নিজেই,,,,
Lutfor Faraji আপনি যেভাবে
কুরআনের আয়াতের
অপব্যাখ্যা করেছেন,
তা আমার মনে হয়
অন্ধানুসারী
হানাফিরাও বুঝতে
পেরেছে,,,,
ভাবতে অবাক লাগে
আপনি নাকি
'আলেম',,,,,,
আপনার এই
অপব্যাখ্যা দেখে
সেই সব আলেমদের
কথা মনে পরে যাচ্ছে যাদের ব্যাপারে রাসূল (সাঃ) বলেছেন যে,
প্রথমের যাদেরকে
জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে তাদের মধ্যে একশ্রেণী হবে আলেম বা
উলামা !
আমি বুঝতে পারি না আপনার মত একটা লোক কীভাবে সামান্য
জিনিস টুকু ভুল করে !!
ধিক আপনার প্রতি !
পোস্টে "লা মাজহাবী" /
"গাইর মুকাল্লিদ"
কথাটা ইউজ করেছেন ইমামদেরকে অন্ধ
অনুসরনের প্রতি
ইংগিত করে,
আর উল্লেখ করেছেন নবী
রাসূলদের কথা,,!
নন সেন্স।!
লা মাজহাবীরা যেভাবে নবী রাসুল সাঃ এর ইতেবা করে তা আপনারা আদৌ করেন না,,,
সুতরাং, সেই ফাসিক
বা লাগাম ছাড়া বকরী হলেন আপনি নিজের কথা মত Lutfor Faraji সাহেব, আপনারাই,,,,
গত ১৪০০ বছরের সব পুস্তক তন্নতন্ন করে খুজলেও এই রকম তাফসীর পাওয়া যাবে
না,
যা এখন আপনার
পোস্টে দেখতে
পাচ্ছি,,,
অতএব সেই
ফাসিক বা লাগাম ছাড়া বকরী হলেন আপনি আপনার কথা মত Lutfor Faraji মিঃ!!
আপনি বলেছেন যে,
যুগে যুগে নবী রাসূল পাঠান হয়েছে যাতে করে কেউ নিজে থেকে
বেশি বা কম বুঝে
কোরানের অপব্যাখ্যা না করে, ভুল মেনে না
চলে,,,
কিন্তু আপনি এখানে এমন ব্যাখ্যা করেছেন আয়াতের, যা নবী মুহাম্মাদ সাঃ এর মাথায়ও আসে
নি,,,,
So, সেই লাগাম ছাড়া বকরী বা ফাসিক সর্বাগ্রে আপনি আপনি আপনি আপনার কথা মত Lutfor Faraji সাহেব!
লা মাজহাবীরা
রাসূলের দেওয়া
তাফসীর ইত্যাদির
বিরোধিতা না করে
তারা অন্ধভাবে
অনুসরণ করে,,,
কিন্তু আপনার মত
লোকেরা যারা আল্লাহ ও তার রাসূলের অন্ধ
অনুসরণকে উপেক্ষা
করে মাঝখানে ইমামের একক ব্যক্তির তাকলীদ টেনে এনেছেন,,,
তারা আপনার পোস্ট অনুযায়ি ফাসিক ফাসিক অর্থাৎ লাগাম ছাড়া বকরী !!!
পোস্টে দুমুখি কথা বলে
নিজের পায়েই কুড়ুল মেরেছেন সেটা দেখার
চোখ যেন আল্লাহ
আপনাকে দান করেন।!!!
লেবেলসমূহ:
দেওবন্দী,
নাস্তিক,
মাযহাব,
লা মাযহাবী,
Lutfor Faraji র ভান্ডামী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন