বুধবার, ২২ জুন, ২০১৬

চূড়ান্ত সিদ্ধান্ত (৩ পর্ব) ফরাজী

চূড়ান্ত সিদ্ধান্ত (৩ পর্ব)

শরীয়তের যেসব মাসআলায় গবেষণার সুযোগ আছে, সেখানে চূড়ান্ত সত্যটি আমাদের অজানা।

কেউ যদি দাবী করে যে,

ইজতিহাদী মাসআলায় তার বক্তব্য বা মতই চূড়ান্ত, তাহলে তিনটি সম্ভাবনা আছে,

১. সে আল্লাহ অথবা আল্লাহর রাসূল ।

২. তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে।

৩. উপরের দু'টি না ঘটে থাকলে এ লোকটি যে তার দাবীতে মিথু্যক, সেটাই চূড়ান্ত।

প্রথম দু'টি বিষয় ছাড়া রাসূল স. এর ইন্তেকালের পরে ইজতিহাদী মাসআলায় কোন মতকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেয়ার দাবীদার হয়তো চূড়ান্ত মিথ্যুক নতুবা নিজের মতকেই শরীয়ত বা ওহী মনে করে।

কোন মুজতাহিদ ইমাম ইজতেহাদের ক্ষেত্রে এই দাবী করে না যে, তার মতটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

কিন্তু হানাফী (হাপানি) জাহেল মুকাল্লীদ Lutfor Faraji এই দাবী করে যে, আমাদেরটাই চূড়ান্ত সিদ্ধান্ত।



Click This Link



Click This Link



বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

সত্যি কি ৮ রাকাত তারাবীহ ১২৫০ হিজরীর পর উৎপত্তি হল ?

লেখাটা ১ বছর আগের

{{ বিঃদ্রঃ ১২৫০ হিজরী পৃর্বে ৮ রাকাআত তারাবীহ ছিল কি না এটাই প্রমাণের জন্য এই পোষ্ট }}

% আমি আল্লাহর বান্দা" "নো দলাদলি" "নো আহলে হাদিস আমি" "আমি আল্লাহর বান্দা" %

______________________________________________ ____________________________________________________________________________________________

৮ রাকাত তারাবীর প্রমাণিত একটি দলিল .

আসসালাম ওয়ালাইকুম

এক ভাই নাম ধারী হানাফি একটি পোষ্ট করে জানালেন -
"১২৫০ হিজরী পরে যেভাবে ৮ রাকাআত তারাবী উৎপত্তি হলো"
সর্বপ্রথম ১২৮৫ হিজরীতে লা- মাজহাবি আলেম মুহাম্মাদ হুসাইন বিটালভী এই ফতোয়া প্রচার করেছিলেন যে,
" ৮ রাকাআত তারাবী পড়া সুন্নাত এবং ২০ রাকাআত তারাবীর নামায পড়া বিদআত । "


তাহলে সত্যি কি ৮ রাকাত তারাবীহ ১২৫০ হিজরীর পর উৎপত্তি হল ?

আসুন ইনশআল্লাহ এর জবাবটি খুঁজি হাসান হাদিস (যা গ্রন্থকার নিজে হাসান বলেন) কি বলে ?

তারাবীহ সালাত যে ৮ রাকাত এর প্রমাণিত একটি দলিল উল্লেখ করি আগে ।

আপ লোড পিকচার মুসনাদে আহম্মদ ২ খন্ড ইঃফঃ পৃঃ ১৬৭-৬৮ হাদিস নং ১১১৪ বলা আছে ৮ রাকাত এর কথা Click This Link

2nd

Click This Link



হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে । দেখুন- ইমাম আহমদ নিজে হাদিসটির সনদকে ' হাসান ' হিসাবে উল্লেখ করেছেন ।

এখন একটু দেখি ইমাম আহমদ বিন হাম্বাল (রহঃ) এর জন্মকাল এবং মৃত্যুকাল কবে ?

দেখুন - দলিলটি নেওয়া হয়েছে ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তক প্রকাশিত মুসনাদ আহমদ , খণ্ড - ১ , মহাপরিচালকের কথা এবং প্রকাশকের কথা পৃষ্ঠা ৪ থেকে ৬ এর মধ্যে আছে আপ লোড পিকচার ছবিতে দেওয়া আছে Click This Link

2nd

Click This Link



আমি যদি ধরেই নেই ইমাম আহমদ বিন হাম্বাল (রহ) উক্ত হাদিসটি তাঁর ইন্তাকালের শেষ বয়সে অর্থাৎ ২৪১ হিজরিতে বর্ণনা করে যান ,
তাহলে যে ভাই বলেন ' "১২৫০ হিজরী পরে যেভাবে ৮ রাকাআত তারাবীহ উৎপত্তি হলো"

এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় এবং গাজাঁখুরী ।

আপনাদের কাছে কি মনে হয় ?

[[ না হলে বলতে হবে ইমাম আহমদ বিন হাম্বাল (রহ) এর মৃত্যু ১২৫০ হিজরীতে ]] { বাড়তি কমেন্ট বাতিল করা হবে }