#আমি কেন ইলিয়াসী তাবলিগ করি না?-২
দাওয়াতের ক্ষেত্রে এরা একটি হাদিস ব্যবহার করে তারা বলে এভাবে যে-
"এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘুরা ফিরা করা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে উত্তম"
অথচ এটি জিহাদের ফযিলত সম্পর্কীয় একটি গুরুত্বপূর্ণ হাদিস।
মূল হাদিস হল-আনাসা ইবনু মালেক রাঃ থেকে বর্ণিত তিনি বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধা অতিবাহিত করা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম।
(সহীহ বুখারী ২৭৯২; সহীহ মুসলিম ৪৯৮১; সুনানে তিরমিজী ১৬৫১)
দাওয়াতের ক্ষেত্রে এই হাদিস ব্যবহার করে কিন্তু হাদিস ইমাম বুখারী রহঃ ,ইমাম মুসলিম রহঃ এবং ইমাম তিরমিজী রহঃ কাছ থেকে গ্রহণ করল তাদের শিক্ষা গ্রহণ করল না কেন?
কারণ তারাতো এই হাদিস জিহাদের অধ্যায়ে আলোচনা করেছে জিহাদে ফযিলত সম্পর্কে।
ইলিয়াসী তাবলীগিরা এখন কি ব্যাখ্যা করবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন