Somun Khan is feeling মামা আর ভাগ্নে সমাচারে এবার ধরা খাইলো..... (!) কারা? জানতে হলে পড়ুন..
★ মামা-ভাগ্নে সমাচার: বুখারী শরীফে নাভীর নিচে হাত বাঁধার দলীল পাওয়া গেছে! 😜😜😜
ভাগ্নে। আইজকা তোমারে আমি ছাই দিয়া ধরুম।
.
আল্লাহু আকবার! কন কি মামা? কি বিষয়ে ছাই দিয়া ধরবেন?
.
আমি বুখারী শরীফ পড়ছি। তাতেই তো পাইলাম যে বাম হাতের কব্জির উপর বাম হাতের কব্জি রাখতে হইবো।
.
তাই নাকি! সাহল ইবনু সা’দ রাঃ এর হাদীছটা না?
.
হ। ঐটাই।
.
কোন প্রকাশনীর অনুবাদ পড়ছেন? ফাউণ্ডেশন?
.
হ। ঐটাই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করি।
.
তা অনেকাংশেই ঠিক। তবে মুক্বাল্লিদদের রাজত্ব কি না!!!
.
কি কইবার চাও?
.
হাদীছটা হইলোঃ
সাহল ইবনু সা‘দ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন,
كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلاَةِ
লোকদের নির্দেশ দেয়া হত যে, সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের [ ذِرَاع ] উপর রাখবে। [বুখারী, তা.পা ১/৭৪০ নং; ই.ফা. ২/৭০৪ নং; আ.প্র. ১/৬৯৬ নং]
এ হাদীছটির ই.ফা.বা. এর অনুবাদঃ
লোকদের নির্দেশ দেওয়া হত যে, সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের কব্জির উপর রাখবে। ....
আধুনিক প্রকাশনীর অনুবাদঃ
নামাযে লোকদেরকে ডান হাত বাঁ হাতের উপর স্থাপন করার নির্দেশ দেয়া হতো।....
আজিজুল হক রহঃ এর অনুবাদঃ
নবী ছাল্লাল্লাহু আলাইহে অসাল্লাম হইতে এই আদেশ বর্ণনা করিয়াছেন যে, নামাযের মধ্যে (দাঁড়ান অবস্থায়) লোকেরা ডান হাত বাম হাতের উপর রাখিবে।
.
কব্জি আর হাত একই তো কথা। সমস্যা কি?
.
এইটা কোন কথা কইলেন মামা?
হাত তো বগলের অংশ থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরাটাই। কিন্তু খালি কব্জি কইলে তো একটা নির্দিষ্ট অংশই বুঝায়। আর কব্জির উপর রাখলে তো হাত নাভীর নিচে বা কাছে যাবেই।
.
হ। তাতো ঠিকই।
.
এ হাদীছে আরবী শব্দটা হইলো [ ذِرَاع ] 'যিরা' অর্থ হাত বা বাহু [ব্যবহারিক বাংলা ইংরেজী আরবী ডিকশনারী, রিয়াদ প্রকাশনী, ৭ম সংস্করণ, পৃঃ ৭৫৬]।
যিরা [ ذِرَاع ] = বাযু, একহাত, এক গজ (ফরহাঙ্গে জাদীদ, রশিদিয়া লাইব্রেরী, ذ-ر, ৪৪০ পৃঃ) জানুয়ারী ১৯৯৮।
কনুই থেকে কব্জি বা আঙ্গুলের ডগা পর্যন্ত।
অথচ ই.ফা.বা [ ذِرَاع ] এর অর্থ এই হাদীছে করেছে 'কব্জি' [বুখারী ই.ফা. ২/৭০৪]।
অথচ ই.ফা.বা বুখারী ৫০৭ নং হাদীছে [ ذِرَاع ] শব্দের অর্থ লিখেছে 'বাহু'। হাদীছটি হইলো : আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ﷺ বলেছেনঃ "তোমরা সিজদায় মধ্যপন্থা অবলম্বন কর। তোমাদের কেউ যেন তার বাহুদ্বয় [ ذِرَاعَيْهِ ] বিছিয়ে না দেয় কুকুরের মত।.." অর্থাৎ সিজদায় কনুই পর্যন্ত 'যিরা' মাটিতে বিছিয়ে দেয়া যাবে না। উঁচু রাখতে হবে।
৩১০৪নং হাদীছে [ ذِرَاع ] শব্দের অর্থ করেছে বাহু। হাদীছটি হইলোঃ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক যিয়াফতে উপস্থিত ছিলাম। তাঁর সামনে (রান্না করা) ছাগলের বাহু পেশ করা হল, এটা তাঁর কাছে পছন্দনীয় ছিল।
এছাড়াও ১২০৬নং ও ৪০৭৯নং হাদীছেও দেখতে পারেন।
তাহলে প্রমাণিত হইলো যে, যিরা বা বাহু বলতে কনুই থেকে কব্জি বা আঙ্গুলের ডগা পর্যন্তই বুঝায়।
.
সুবহানআল্লাহ। এই রকম ধোকা!!! 😭😭
.
মামা! আল্লাহ তাআলা কুরআন মাজীদে বলছেনঃ
ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
পুনরায় তাহাকে শৃঙ্খলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে।’ (সূরা হাক্কাহ ৬৯/৩২)
এখানেও কিন্তু যিরা শব্দটা আছে। এখানেও ফাউণ্ডেশনের অনুবাদ “হস্ত”। কব্জি নয়।
তা মামা। এখন আপনার যিরার উপর যিরা রাখেন এবং দেখেন তো হাত কোথায় যায়?
.
কি যে করি!!! 😱
.
কি আর করবেন মামা!!? ছাই দিয়া যে কেডা কারে ধরলো সেটাই তো বুঝবার পারতাছি না। 😜😜
.
যাউগ্গা সামনের দিকে আউগ্গা। 😜 কাজ আছে। আজকে আসি। আসসালামু আলাইকুম।
.
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা! দলীল কিন্তু আরো আছিলো ….
.
থাউক। লাগবো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন