এক দিনে ঈদ ও সাওম প্রশ্নের উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এক দিনে ঈদ ও সাওম প্রশ্নের উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২১ মে, ২০১৬

GMT 13 ও GMT 14 এর দেশ গুলোর কিভাবে একই দিনে ঈদ ও সিয়াম পালন করবে?

প্রশ্ন : GMT 13 ও GMT 14 এর দেশ গুলোর কথা বলছে যে তারা কিভাবে একই দিনে ঈদ ও সিয়াম পালন করবে?

জবাবঃ

কিছু মুর্খ দেখা যাচ্ছে আজকাল একই দিনে ঈদ ও সিয়ামের বিরোধিতা করতে গিয়ে GMT 13 ও GMT 14 এর দেশ গুলোর কথা বলছে যে তারা কিভাবে একই দিনে ঈদ ও সিয়াম পালন করবে?

আসলে মূর্খ গুলোর এ ব্যাপারে কোন জ্ঞানই নাই।

GMT/UTC 13 কেন হয়েছে জানার চেষ্টা করুন।

তারা তাদের ডেট লাইন পরিবর্তন করেছেন। এবং তারা ডে লাইট সেভিংস ব্যবহার করে।

Click This Link

GMT/UTC 13 কেন হয়েছে তা জানার চেষ্টা করুন।

Click This Link



এরা আসলে বিরোধীতা করতে করতে অন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য পৃথিবীর মধ্যে সময়ের পার্থক্য সর্বোচ্চ 12 অথবা -12 এর বেশি হবে না।

এটাই সর্বাধিক সঠিক মত।

যে সব দেশে 13/ 14 GMT তারা নিজেরা তাদের সুবিধার জন্য তাদের ডেট লাইন পরিবর্তন করেছে।

এবং তারা সময় বাচানোর জন্য ডে লাইট সেভিং সিস্টেম ব্যবহার করছে।

যেমন বাংলাদেশে কয়েক বছর আগে সকাল ৭ টাকে ৮ টা হিসেব করা হয়েছিল।

তাই সেই সব মুর্খদের বলবো।

অন্ধভাবে আলেম পূজা ছেড়ে দাও।

নিজ দলের আলেম যা ব্যাখ্যা করছে সেটাই ঠিক এমন অহংকার জাহান্নামে ও নিতে পারে। সাবধান।