- [২৯ তারিখ চাঁদ না দেখা গেলে পরে দিন অর্থাত্ ৩০ তারিখ আর চাঁদ দেখতে হবে না কারণ আরবি মাস ২৯ এর কম হবে না আবার ৩০ এর বেশী হবে না
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
হজের কয় দিন পরে ঈদুল আযহা সেপ্টেম্বর ২০১৫ইং আরবি জিলহজ ১৪৩৬ হিজরী ???
সৌদি আরবের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩
সেপ্টেম্বর ২০১৫
তারিখ বুধবার সৌদি
আরবে হজ বা
আরাফাতের রোজার দিন এবং
২৪ সেপ্টেম্বর তারিখ
বৃহস্পতিবার ঈদুল
আযহা উদযাপিত হবে ।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
Eid al-Adha is on Thursday, September 24, 2015 vs Friday, 25 September 2015
Eid al-Adha is on Thursday, September 24, 2015 vs Friday, 25 September 2015:
============================
- Thursday, 24 September 2015:
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
এবার ২০১৫ ইং সালের ঈদুল আযহা হাদিস মতে ২৪ তারিখ আর গণতন্ত্রবাদী সরকারের মতে ২৫ তারিখ
এবার ২০১৫ ইং সালের ঈদুল আযহা হাদিস মতে ২৪ তারিখ আর গণতন্ত্রবাদী সরকারের মতে ২৫ তারিখ
==========
ইন্নাল হামদালিল্হালাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল
কারিম।
হাদিসের উল্লেখ
জ্বিলহজ্ব মাসের ৯
তারিখে হজ্ব হবে
এবং হজ্বের পরের
দিন অর্থাৎ জ্বিলহজ্বের ১০
তারিখে কুরবানি
মানে ঈদুল আযহা
অনুষ্ঠিত হবে।
- কিন্তু আমরা কি হজ্বের পরের দিন ঈদুল আযহা পালন করছি????
- অথচ হজ্বের অনুষ্ঠান গুলো প্রতিটা টিভি চ্যনেল সরাসরি সমপ্রাচারিত করে থাকে গতকাল ,
- আরো একটি কথা আপনি যে দিন ৯ তারিখ মনে করে (বাংলাদেশী তারিখ) সাওম রাখছেন সে দিন কি আরাফার মাঠে কিছু থাকে ???
মাযহাবী পোস্টমর্টেম {{পার্ট -২ (( অংশ ২য় ))} হাদিস সহীহ্, বা যঈফ নির্ণয়ে অন্ধ তাক্বলিদের খন্ড
মাযহাবী পোস্টমর্টেম {{পার্ট -২ (( অংশ ২য় ))} হাদিস সহীহ্, বা যঈফ নির্ণয়ে অন্ধ তাক্বলিদের খন্ড
—————————————————————————————————
প্রশ্নঃ কতিপয় প্রচলিত হানাফি ভাই
বলে থাকে যে ‘হাদীস সহীহ না যঈফ’ তা আল্লাহ
সুবহানাহু তায়ালা কোরআনে এবং নবী (সা:) হাদীসের এবং কোন রাবী মিথ্যূক বা সত্যবাদী এটা তো নবী (সা:)
বলে যান নাই।
সেক্ষেত্রে আপনারা মুহাদ্দীসগণের
তাকলীদ করেন।
তাহলে আপনারাও
তো মুকাল্লিদ?
—————————————————————
উত্তর /জবাব:
আমারা ৪
ইমামকেই মানি। ১
জনকে মানি না। ১
জনকে মানা জায়েজ নেই।
আপনি কি শুধু বাবার কথা মানবেন, চাচার
কথা শুনবেন না?
কোন সত্যবাদী ব্যক্তি যদি কোন
রাবীকে মিথ্যুক
অথবা রাবীকে মিথ্যুক নয় বলে তবে এটা মানতে হবে।
যদি এমন হয়
তবে তাহলে নাউযুবিল্লাহ রাসুল (সঃ) কেও মুকাল্লিদ
মানতে হবে।
- কারন প্রায় প্রতি বছর ঈদের সময় রসূল মুহাম্মাদ (সঃ) অন্য কোন ব্যক্তির কথার ভিত্তিতে ঈদের চাঁদ উঠার খবর জেনে মেনে নিতেন (আবু দাউদ) ।
- জর্জ যত বড়ই মুফতী, আলেম হউক না কেন জর্জ কি ঐ স্বাক্ষীর কথার উপর রায় দিবে না?
- আপনার বাসায় একজন বড় মুফতী, ইমাম আসছে।
- ২য় কথা হলো আমারাও ইমামদের মান্য করি।
- এটা দেখা যাবে না যে, আমার ইমাম কে, তোমার ইমাম কে? আমার ইমাম ইমাম আবু হানিফা, বাকী গুলো কি আমার ইমাম নয়?
- চার (সহ বাকি সবাই) জনই আমাদের ইমাম!
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
মাযহাবী পোস্টমর্টেম {{পার্ট -২ (( অংশ ১ম ))} হাদিস সহীহ্, বা যঈফ নির্ণয়ে অন্ধ তাক্বলিদের খন্ড
মাযহাবী পোস্টমর্টেম (পার্ট ২)
হাদিস সহীহ্, বা যঈফ নির্ণয়ে অন্ধ তাক্বলিদের খন্ড
- মাযহাবী আলেমরা বলে থাকে কোন হাদিস সহীহ্, বা যঈফ নির্ণয় করতে ইমামগণ থেকে মতামত গ্রহণ করতে হয়। কোন রাবী বিশ্বস্ত বা অবিশ্বস্ত যা কি’না ইমামগণের তাক্বলীদ বুঝায়। যে তাক্বলীদ আমরা সকলেই করে থাকি। এ থেকেই বুঝা যায় ইসলামে তাক্বলীদ রয়েছে।!!!
- এই বিষয়টি মোটেই ইমামগণের তাক্বলীদ (তাক্বলিদে শাখসী) নয়।
- এর দ্বারা তাক্বলিদে শাখসী খতম মানে একক ব্যক্তির তাক্বলিদ (অনুসরন)।
- তেমনি হাদিসের রাবী সম্পর্কে ইমামগণ থেকে জেনে নিলে তা অন্ধ তাক্বলীদ হয় না।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী মরাতে
সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী
মরাতে অনেকের
আবেগে চোখ
অশ্রুশিক্ত হয়ে
যাচ্ছে।
আপনাদের স্বরণ
করিয়ে দেওয়ার
লক্ষ্যে মহসীন
আলীর কতিপয়
ধর্মদ্রোহী ও নোংরা
উক্তি উল্লেখ করছি:
- ১/ কোলকাতার নার্সরা আমার গোপন অঙ্গ হাত দিয়ে ধুয়ে দিছে আপনারা বাংলাদেশের নার্সরা কেন পারবেন না??
- ২/ যারা বোরকা পরে তারা জঙ্গি। তারা অসুন্দর, তাই তারা বোরকা দিয়ে মুখ ঢেকে রাখে।
- ৩/ সমাজের সব আকাম কুকাম বোরকা পরা মেয়েরাই করে।
- ৪/ টাঙ্গাইলের পতিতা পল্লী উচ্ছেদ কারি মোল্লাদের শিরচ্ছেদ করা উচিত।
- ৫/ পর্দা করলে চলবে না, হাফ প্যান্ট পড়ে পুরুষের পাশাপাশি চলতে হবে। পুরুষদের ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে হবে।
- ৬/ আমি চাই দেশে বিখ্যাত নর্তকী গড়ে উঠুক।
- ৭/ আমি এইট পাশ তাতে সাংবাদিকরা বাল ফালানির কে??
- ৮/ ঐ সাংবাদিক আমার বিরুদ্ধে রিপোর্ট করলে রাতে বউয়ের পাশে ঘুমাতে পারবি না।
- ৯/ ইসলাম সেকুলারিজম তাই তার বিধান মানা যাবেনা।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
আপনি কেন আগামী ২৫শে সেপ্টেম্বর ২০১৫ইং রোজ শুক্রবার ঈদ করবেন???
আপনি কেন আগামী ২৫শে সেপ্টেম্বর ২০১৫ইং রোজ শুক্রবার ঈদ না করে
আগামী ২৪শে সেপ্টেম্বর রোজ বৃহশপ্রতিবার ঈদউল-আযহা পালন করবেন???????
- হাদিসের ভাষায় জ্বিলহজ্ব মাসের ৯ তারিখে হজ্ব হবে এবং হজ্বের পরের দিন
- অর্থাৎ জ্বিলহজ্বের ১০ তারিখে কুরবানি মানে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশে কুরবানি মানে ঈদ পালন হয় হজ্বের দুই দিন পর।
- কুরবানি কবে করার কথা বা ঈদ কবে হবে????
- আর আপনি কবে করছেন???????
- কিন্তু পরিতাপের বিষয় হল ঐ দিন মক্কা মোআজ্জমা সহ সারা বিশ্বে ১০ বা ১১ জিল- হাজ্জ।
- যে দিন গুলোতে সাওম রাখা সকল ইমাম ও আলেমের ঐক্য মতে হারাম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)