দলীল পর্যালোচনাঃ
------------------------
প্রচলিত রীতিতে ২ বৈঠক ও ১ সালাম দিয়ে ৩ রাকাত বিতর পড়াঃ
==============================
==================
.
ﺣﻔﺺ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻋﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺍﻟﻨﺨﻌﻲ ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ
ﺃﺭﺳﻠﺖ ﺃﻣﻲ ﻟﻴﻠﺔ ﻟﺘﺒﻴﺖ ﻋﻨﺪ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺘﻨﻈﺮ ﻛﻴﻒ ﻳﻮﺗﺮ ﻓﺒﺎﺗﺖ ﻋﻨﺪ ﺍﻟﻨﺒﻲ ﻓﺼﻠﻰ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺼﻠﻲ ﺣﺘﻰ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﺁﺧﺮ ﺍﻟﻠﻴﻞ ﻭﺃﺭﺍﺩ ﺍﻟﻮﺗﺮ ﻗﺮﺃ " ﺑﺴﺒﺢ ﺍﺳﻢ ﺭﺑﻚ ﺍﻷﻋﻠﻰ " ﻓﻲ ﺍﻟﺮﻛﻌﺔ ﺍﻷﻭﻟﻰ ﻭﻗﺮﺃ ﻓﻲ ﺍﻟﺜﺎﻧﻴﺔ " ﻗﻞ ﻳﺎ ﺃﻳﻬﺎ ﺍﻟﻜﺎﻓﺮﻭﻥ " ﻡ ﻗﺮﺃ ﺏ " ﻗﻞ ﻫﻮ ﺍﻟﻠﻪ ﺃﺣﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﺼﻤﺪ ﻟﻢ ﻳﻠﺪ ﻭﻟﻢ ﻳﻮﻟﺪ ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻟﻪ ﻛﻔﻮﺍً ﺃﺣﺪ " ﺣﺘﻰ ﺇﺫﺍ ﻓﺮﻍ ﻛﺒﺮ ﺛﻢ ﻗﻨﺖ ﻓﺪﻋﺎ ﺑﻤﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺪﻋﻮ ﺛﻢ ﻛﺒﺮ ﻭﺭﻛﻊ . ﺫﻛﺮﻩ ﺍﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﺒﺮ ﺑﻬﺬﺍ ﺍﻟﻠﻔﻆ ﻓﻰ ﺍﻻﺳﺘﻴﻌﺎﺏ
)] ﺍﻹﺳﺘﻴﻌﺎﺏ ﻓﻲ ﻣﻌﺮﻓﺔ ﺍﻷﺻﺤﺎﺏ ﻹﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﺒﺮ )]
http://islamport.com/w/trj/Web/267/
632.htm
http://library.islamweb.net/hadith/
display_hbook.php?bk_no=690&pid
=346839
.
হাফ্স ইবনে সুলায়মান (বর্ণনা করেন) আবান ইবনে আবী আইয়াশ থেকে, (তিনি) ইবরাহীম নাখায়ী থেকে, (তিনি) আলকামা থেকে বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেনঃ
"আমি আমার আম্মাকে বললাম তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গৃহে রাত্রিযাপন করেন এবং তিনি কিভাবে বিতর পড়েন তা যেন দেখেন। আম্মা তা করলেন (এবং জানালেন যে,) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আল্লাহর ইচ্ছা মাফিক স্বালাত পড়লেন যতক্ষন না রাতের শেষাংশ হল এবং তিনি বিতর পড়তে মনস্থির করলেন। (এরপর বিতরের) প্রথম রাকাতে সূরা আ’লা এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরূন পড়লেন। এরপর বৈঠক করলেন এবং (দ্বিতীয় ও তৃতীয় রাকাত)-এর মাঝে সালাম না ফিরিয়ে (তৃতীয় রাকাতে) দাঁড়ালেন। অতঃপর সূরা ইখলাস পড়া শেষ করে তাকবীর দিয়ে কুনূত পাঠ করলেন এবং যতক্ষণ আল্লাহর ইচ্ছা (ততক্ষন ধরে) দু'আ করলেন। এরপর তাকবীর দিয়ে রুকুতে গেলেন।"
[(আল ইসতিআব - ইবন আব্দুল বার)]।
.
ﻭﺫﻛﺮﻩ ﺍﻟﺤﺎﻓﻆ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﻓﻰ ﺍﻻﺻﺎﺑﺔ ﻭﻗﺎﻝ :
ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﺍﺑﻰ ﺷﻴﺒﺔ ﻓﻰ ﺍﻟﻤﺼﻨﻒ ﺑﺎﺧﺘﺼﺎﺭ ﻭﻛﺬﺍ ﻓﻰ ﻣﺴﻨﺪﻩ ﻛﻤﺎ ﻓﻰ ﺍﻟﻤﻄﺎﻟﺐ ﺍﻟﻌﺎﻟﻴﺔ ﻭﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻰ ﻓﻰ ﺍﻟﺴﻨﻦ ﻭﺍﻟﺒﻴﻬﻘﻰ ﻓﻰ ﺍﻟﻜﺒﺮﻯ ﻭﺍﻟﺤﺎﻓﻆ ﻃﻠﺤﺔ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﻓﻰ ﻣﺴﻨﺪ ﺍﺑﻰ ﺣﻨﻴﻔﺔ ﻛﻤﺎ ﻓﻰ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺴﺎﻧﻴﺪ .
.
হাফিজ ইবন হাজার এটি উদ্ধৃত করেছেন তাঁর আল-ইসাবাহ ও মাত্বালিবুল 'আলিয়াহ গ্রন্থে। ইবন আব্দুল বার-এঁর সনদ ছাড়া এর অন্য কোনও সনদ সম্পর্কে আমি জানতে পারিনি।
.
হাদিসটি সংক্ষপে মুসান্নাফ ইবন আবী শাইবাহ, সুনান দারুকুত্বনী, সুনান বাইহাকী ইত্যাদি কিতাবে আসলেও সেগুলোতে ইবন আব্দুল বার-এঁর বর্ণনার মত সুস্পষ্ট করে ২ বৈঠক ও ১ সালাম দিয়ে ৩ রাকাত বিতর পড়ার উল্লেখ আসেনি।
ইমাম আবু হানীফাহ (রঃ)-এঁর সূত্রেও হাদীসটি বর্ণীত হয়েছে বলে উল্লেখ করা হয়, কিন্তু ইমাম আবু হানীফাহ (রঃ) হাদীসের বর্ণনাকারী হিসেবে মুহাদ্দিসগনের নিকটে দূর্বল - যেমনটি ইমাম বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন 'আদী, হাকীম, ইবন মা'য়ীন প্রমূখসহ আরও অনেক আইম্মাহ বলে গেছেন।
.
সুতরাং বাকী বর্ণনাগুলো এক্ষেত্রে দলীল নয়; শুধুমাত্র ইবন আব্দুল বার-এঁর এই একটি সনদের কেবল এই একটি বর্ণনা-ই সত্যিকার দলীল।
---------------------------------------------
--------------------------------------
.
ﻭﻫﺬﺍ ﺳﻨﺪ ﺿﻌﻴﻒ ﺟﺪًﺍ ﻣﻦ ﺃﺟﻞ ﺃﺑﺎﻥ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻭﺍﻟﺮﺍﻭﻱ ﻋﻨﻪ ، ﻭﻫﻮ ﻣﺘﺮﻭﻙ .
.
ﻭﺃﻣﺎ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻘﺪ ﺟﺎﺀ ﻓﻲ ﺗﺮﺟﻤﺘﻪ ﻓﻲ ﺍﻟﻀﻌﻔﺎﺀ ﻭﺍﻟﻤﺘﺮﻭﻛﻴﻦ ﻟﻠﻌﻼﻣﺔ ﺍﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ :
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ، ﻭﺍﺳﻢ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻴﺮﻭﺯ ، ﻭﻗﻴﻞ ﺩﻳﻨﺎﺭ ﻭﻳﻜﻨﻰ ﺃﺑﺎﻥ ﺃﺑﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﺼﺮﻱ ، ﻣﻮﻟﻰ ﺃﻧﺲ ﻳﺤﺪﺙ ﻋﻨﻪ ، ﻗﺎﻝ ﺷﻌﺒﺔ : ﻷﻥ ﺃﺯﻧﻲ ﺃﺣﺐ ﺇﻟﻲَّ ﻣﻦ ﺃﻥ ﺃﺣﺪﺙ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ .
ﻓﻘﺎﻝ ﺍﻟﻄﺤﺎﻭﻯ ﻓﻰ ﻣﺸﻜﻞ ﺍﻻﺛﺎﺭ۱۱ - ٣٦٥ : ﻭﺇﻥ ﻛﺎﻥ ﺇﻧﻤﺎ ﺩﺍﺭ ﻋﻠﻰ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﺈﻧﻪ ﻗﺪ ﺍﺣﺘﻤﻠﻪ ﻏﻴﺮ ﻭﺍﺣﺪ ﻣﻦ ﺃﻫﻞ ﺍﻷﺳﺎﻧﻴﺪ ، ﻭﺃﺩﺧﻠﻮﻩ ﻓﻲ ﻫﺬﺍ ﺍﻟﺒﺎﺏ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻋﻦ ﻏﻴﺮ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ، ﻓﺄﺩﺧﻠﻨﺎﻩ ﻧﺤﻦ ﺃﻳﻀﺎ ﻓﻴﻪ ﻟﺬﻟﻚ .
ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺪﻯ ﻓﻰ ﺍﻟﻜﺎﻣﻞ : ﺍﺭﺟﻮ ﺍﻧﻪ ﻣﻤﻦ ﻻﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ ، ﺍﻻ ﺍﻧﻪ ﻳﺸﺒﻪ ﺍﻟﻴﻪ ﻭﻳﻐﻠﻂ . ﻭﻋﺎﻣﺔ ﻣﺎ ﺍﺗﻰ ﺑﻪ ﺍﺑﺎﻥ ﻣﻦ ﺟﻬﺔ ﺍﻟﺮﻭﺍﺓ ﻻ ﻣﻦ ﺟﻬﺘﻪ ﻻﻧﻪ ﺭﻭﻯ ﻋﻨﻪ ﻗﻮﻡ ﻣﺠﻬﻮﻟﻮﻥ .
ﻭﻗﺎﻝ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ : ﻻ ﻳﻜﺘﺐ ﻋﻨﻪ . ﻛﺎﻥ ﻣﻨﻜﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ، ﺗﺮﻙ ﺍﻟﻨﺎﺱ ﺣﺪﻳﺜﻪ .
ﻭﻗﺎﻝ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ : ﻫﻮ ﻣﺘﺮﻭﻙ ﻟﻴﺲ ﺣﺪﻳﺜﻪ ﺑﺸﻲﺀ .
ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻭﺍﻟﺮﺍﺯﻱ ﻭﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ : ﻫﻮ ﻣﺘﺮﻭﻙ ، ﻭﻛﺎﻥ ﺃﺑﻮ ﻋﻮﺍﻧﻪ ﻳﻘﻮﻝ : ﻻ ﺃﺳﺘﺤﻞ ﺃﻥ ﺃﺭﻭﻱ ﻋﻨﻪ ﺷﻴﺌﺎً، ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺪﻱ : ﺃﺭﺟﻮ ﺃﻧﻪ ﻻ ﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ، ﻟﻜﻨﻪ ﻳﺸﺘﺒﻪ ﻋﻠﻴﻪ ﻭﻳﻐﻠﻂ، ﻭﻋﺎﻣﺔ ﻣﺎ ﺃﺗﻰ ﻓﻴﻪ ﻣﻦ ﺭﻭﺍﻳﺔ ﺍﻟﻤﺠﻬﻮﻟﻴﻦ .
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ .
.
ইবন আব্দুল বার-এঁর এই হাদীসটির সনদ অত্যন্ত দূর্বল,
কেননা এতে আবান ইবন আবী 'আয়্যাশ [( ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﺍﻟﻌﺒﺪﻱ )] নামক একজন প্রত্যাখ্যাত (মাতরুক) বর্ণনাকারী রয়েছে।
অধিকাংশ মুহাদ্দিস ও আইম্মাহগনের নিকটে তিনি একজন মারাত্মক সমালোচিত রাভী।
.
.
রিজাল গ্রন্থাবলীতে আবান বিন আবী 'আয়্যাশঃ
==============================
====
.
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻫﻮ ﺑﻦ ﻓﻴﺮﻭﺯ ﺃﺑﻮ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺍﻟﺒﺼﺮﻱ ﻋﻦ ﺃﻧﺲ ﻛﺎﻥ ﺷﻌﺒﺔ ﺳﻲﺀ ﺍﻟﺮﺃﻱ ﻓﻴﻪ ﻭﻗﺎﻝ ﻟﻲ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ ﻋﻦ ﻋﻔﺎﻥ ﻋﻦ ﺃﺑﻲ ﻋﻮﺍﻧﺔ ﻟﻤﺎ ﻣﺎﺕ ﺍﻟﺤﺴﻦ ﺍﺷﺘﻬﻴﺖ ﻛﻼﻣﻪ ﻓﺠﻤﻌﺘﻪ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ ﺍﻟﺤﺴﻦ ﻓﺄﺗﻴﺖ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻘﺮﺃﻩ ﻋﻠﻲ ﻋﻦ ﺍﻟﺤﺴﻦ ﻓﻤﺎ ﺃﺳﺘﺤﻞ ﺃﻥ ﺃﺭﻭﻱ ﻋﻨﻪ ﺷﻴﺌﺎ ﻳﻘﺎﻝ ﻣﻮﻟﻰ ﻟﻌﺒﺪ ﺍﻟﻘﻴﺲ
)] ﺍﻟﺘﺎﺭﻳﺦ ﺍﻟﻜﺒﻴﺮ )]
.
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﺍﻟﺸﻨﻲ ﻣﻦ ﻋﺒﺪ ﺍﻟﻘﻴﺲ ﻭﻫﻮ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻗﺎﻝ ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺎﺭﻡ ﺑﻦ ﺍﻟﻔﻀﻞ ﻭﻳﺤﻴﻰ ﺑﻦ ﻋﺒﺎﺩ ﻗﺎﻻ ﺣﺪﺛﻨﺎ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻗﺎﻝ ﺃﺧﺒﺮﻧﺎ ﺳﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻱ ﻗﺎﻝ ﺭﺃﻳﺖ ﺃﺑﺎﻧﺎ ﻳﻜﺘﺐ ﻋﻨﺪ ﺃﻧﺲ ﻗﺎﻝ ﻋﺎﺭﻡ ﻋﻨﺪ ﺍﻟﺴﺮﺍﺝ ﻭﻗﺎﻝ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻋﺒﺎﺩ ﻓﻲ ﺳﺒﻮﺭﺟﺔ
)] ﺍﻟﻄﺒﻘﺎﺕ ﺍﻟﻜﺒﺮﻯ ﺍﺑﻦ ﺳﻌﺪ )]
.
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻴﺮﻭﺯ ﺃﺑﻮ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﻣﻮﻟﻰ ﻋﺒﺪ ﺍﻟﻘﻴﺲ ﺍﻟﺒﺼﺮﻱ ﻭﻳﻘﺎﻝ ﺩﻳﻨﺎﺭ ﺭﻭﻯ ﻋﻦ ﺃﻧﺲ ﻓﺄﻛﺜﺮ ﻭﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ ﻭﺧﻠﻴﺪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﻌﺼﺮﻱ ﻭﻏﻴﺮﻫﻢ ﻭﻋﻨﻪ ﺃﺑﻮ ﺇﺳﺤﺎﻕ ﺍﻟﻔﺰﺍﺭﻱ ﻭﻋﻤﺮﺍﻥ ﺍﻟﻘﻄﺎﻥ ﻭﻳﺰﻳﺪ ﺑﻦ ﻫﺎﺭﻭﻥ ﻭﻣﻌﻤﺮ ﻭﻏﻴﺮﻫﻢ ﻗﺎﻝ ﺍﻟﻔﻼﺱ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻫﻮ ﺭﺟﻞ ﺻﺎﻟﺢ ﻳﻜﻨﻲ ﺃﺑﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﻭﻛﺎﻥ ﻳﺤﻴﻰ ﻭﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﻻ ﻳﺤﺪﺛﺎﻥ ﻋﻨﻪ ﻭﻗﺎﻝ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻛﺎﻥ ﺷﻌﺒﺔ ﺳﻲﺀ ﺍﻟﺮﺃﻱ ﻓﻴﻪ ﻭﻗﺎﻝ ﻋﺒﺎﺩ ﺍﻟﻤﻬﻠﺒﻲ ﺃﺗﻴﺖ ﺷﻌﺒﺔ ﺃﻧﺎ ﻭﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻓﻜﻠﻤﻨﺎﻩ ﻓﻲ ﺃﺑﺎﻥ ﺃﻥ ﻳﻤﺴﻚ ﻋﻨﻪ ﻓﺄﻣﺴﻚ ﺛﻢ ﻟﻘﻴﺘﻪ ﺑﻌﺪ ﺫﻟﻚ ﻓﻘﺎﻝ ﻣﺎ ﺃﺭﺍﻧﻲ ﻳﺴﻌﻨﻲ ﺍﻟﺴﻜﻮﺕ ﻋﻨﻪ ﻭﻗﺎﻝ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﺗﺮﻙ ﺍﻟﻨﺎﺱ ﺣﺪﻳﺜﻪ ﻣﻨﺬ ﺩﻫﺮ ﻭﻗﺎﻝ ﺃﻳﻀﺎ ﻻ ﻳﻜﺘﺐ ﻋﻨﻪ ﻗﻴﻞ ﻛﺎﻥ ﻟﻪ ﻫﻮﻱ ﻗﺎﻝ ﻛﺎﻥ ﻣﻨﻜﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﻛﺎﻥ ﻭﻛﻴﻊ ﺇﺫﺍ ﺃﺗﻲ ﻋﻠﻲ ﺣﺪﻳﺜﻪ ﻳﻘﻮﻝ ﺭﺟﻞ ﻭﻻ ﻳﺴﻤﻴﻪ ﺍﺳﺘﻀﻌﺎﻓﺎ ﻭﻗﺎﻝ ﻣﺮﺓ ﻣﻨﻜﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﻣﻌﻴﻦ ﻟﻴﺲ ﺣﺪﻳﺜﻪ ﺑﺸﻲﺀ ﻭﻗﺎﻝ ﻣﺮﺓ ﺿﻌﻴﻒ ﻭﻗﺎﻝ ﻣﺮﺓ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻛﺬﺍ ﻗﺎﻝ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻭﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ ﻭﺃﺑﻮ ﺣﺎﺗﻢ ﻭﺯﺍﺩ ﻭﻛﺎﻥ ﺭﺟﻼ ﺻﺎﻟﺤﺎ ﻭﻟﻜﻨﻪ ﺑﻠﻲ ﺑﺴﻮﺀ ﺍﻟﺤﻔﻆ ﻭﻗﺎﻝ ﻋﻔﺎﻥ ﻗﺎﻝ ﻟﻲ ﺃﺑﻮ ﻋﻮﺍﻧﺔ ﺟﻤﻌﺖ ﺃﺣﺎﺩﻳﺚ ﺍﻟﺤﺴﻦ ﻋﻦ ﺍﻟﻨﺎﺱ ﺛﻢ ﺃﺗﻴﺖ ﺑﻬﺎ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﺤﺪﺛﻨﻲ ﺑﻬﺎ ﻛﻠﻬﺎ ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﻮﺍﻧﺔ ﻣﺮﺓ ﻻ ﺃﺳﺘﺤﻞ ﺃﻥ ﺃﺭﻭﻯ ﻋﻨﻪ ﺷﻴﺌﺎ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ ﺳﺌﻞ ﺃﺑﻮ ﺯﺭﻋﺔ ﻋﻨﻪ ﻓﻘﺎﻝ ﺗﺮﻙ ﺣﺪﻳﺜﻪ ﻭﻟﻢ ﻳﻘﺮﺃﻩ ﻋﻠﻴﻨﺎ ﻓﻘﻴﻞ ﻟﻪ ﻛﺎﻥ ﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ ﻗﺎﻝ ﻻ ﻛﺎﻥ ﻳﺴﻤﻊ ﺍﻟﺤﺪﻳﺚ ﻣﻦ ﺃﻧﺲ ﻭﻣﻦ ﺷﻬﺮ ﻭﻣﻦ ﺍﻟﺤﺴﻦ ﻓﻼ ﻳﻤﻴﺰ ﺑﻴﻨﻬﻢ ﻗﺎﻝ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻓﻲ ﻣﻮﺿﻊ ﺁﺧﺮ ﻟﻴﺲ ﺑﺜﻘﺔ ﻭﻻ ﻳﻜﺘﺐ ﺣﺪﻳﺜﻪ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﻋﺪﻱ ﻋﺎﻣﺔ ﻣﺎ ﻳﺮﻭﻯﻪ ﻻ ﻳﺘﺎﺑﻊ ﻋﻠﻴﻪ ﻭﻫﻮ ﺑﻴﻦ ﺍﻷﻣﺮ ﻓﻲ ﺍﻟﻀﻌﻒ ﻭﺃﺭﺟﻮ ﺃﻧﻪ ﻻ ﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ ﺍﻻ ﺃﻧﻪ ﻳﺸﺒﻪ ﻋﻠﻴﻪ ﻭﻳﻐﻠﻂ ﻭﻫﻮ ﺇﻟﻲ ﺍﻟﻀﻌﻒ ﺃﻗﺮﺏ ﻣﻨﻪ ﺇﻟﻲ ﺍﻟﺼﺪﻕ ﻛﻤﺎ ﻗﺎﻝ ﺷﻌﺒﺔ ﻭﻗﺎﻝ ﻣﺎﻟﻚ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻃﺎﻭﺱ ﺍﻟﻘﺮﺍﺀ ﻭﻗﺎﻝ ﺃﻳﻮﺏ ﻣﺎ ﺯﻟﻨﺎ ﻧﻌﺮﻓﻪ ﺑﺎﻟﺨﻴﺮ ﻣﻨﺬ ﺩﻫﺮ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺇﺩﺭﻳﺲ ﻗﻠﺖ ﻟﺸﻌﺒﺔ ﺣﺪﺛﻨﻲ ﻣﻬﺪﻱ ﺑﻦ ﻣﻴﻤﻮﻥ ﻋﻦ ﺳﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻱ ﻗﺎﻝ ﺭﺃﻳﺖ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻳﻜﺘﺐ ﻋﻦ ﺃﻧﺲ ﺑﺎﻟﻠﻴﻞ ﻓﻘﺎﻝ ﺷﻌﺒﺔ ﺳﻠﻢ ﻳﺮﻱ ﺍﻟﻬﻼﻝ ﻗﺒﻞ ﺍﻟﻨﺎﺱ ﺑﻠﻴﻠﺘﻴﻦ ﺭﻭﻯ ﻟﻪ ﺃﺑﻮ ﺣﻤﺎﺩ ﺣﺪﻳﺜﺎ ﻭﺍﺣﺪﺍ ﻣﻘﺮﻭﻧﺎ ﺑﻘﺘﺎﺩﺓ ﻓﻲ ﺍﻟﺼﻼﺓ ﺛﻨﺎ ﺧﻠﻴﺪ ﺍﻟﻌﺼﺮﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﺪﺭﺩﺍﺀ ﺧﻤﺲ ﻣﻦ ﺟﺎﺀ ﺑﻬﻦ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻫﻮ ﻣﻦ ﺭﻭﺍﻳﺔ ﺑﻦ ﺍﻷﻋﺮﺍﺑﻲ ﻗﻠﺖ ﺫﻛﺮ ﺃﺑﻮ ﻣﻮﺳﻰ ﺍﻟﻤﺪﻳﻨﻲ ﺃﻧﻪ ﺗﻮﻓﻲ ﺳﻨﺔ 7 ﺃﻭ 28 ﻭﺍﻟﻈﺎﻫﺮ ﺃﻧﻪ ﺧﻄﺄ ﻭﻛﺄﻧﻪ ﺃﺭﺍﺩ ﻭﺛﻼﺛﻴﻦ ﻭﺭﻭﻯﻨﺎ ﻓﻲ ﺍﻟﺠﺰﺀ ﺍﻟﺜﺎﻧﻲ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺍﻟﻔﺎﻛﻬﻲ ﻋﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﺴﺮﺓ ﺃﻧﻪ ﺳﻤﻊ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺑﻦ ﺑﻨﺖ ﺣﻤﻴﺪ ﺍﻟﻄﻮﻳﻞ ﻳﻘﻮﻝ ﻣﺎﺕ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻲ ﺃﻭﻝ ﺭﺟﺐ ﺳﻨﺔ 138 ﻭﻛﺬﺍ ﺫﻛﺮﻩ ﺍﻟﻘﺮﺍﺏ ﻓﻲ ﺗﺎﺭﻳﺨﻪ ﻭﻗﺎﻝ ﺍﻟﺬﻫﺒﻲ ﻓﻲ ﺍﻟﻤﻴﺰﺍﻥ ﺑﻘﻲ ﺇﻟﻲ ﺑﻌﺪ ﺍﻷﺭﺑﻌﻴﻦ ﻭﻣﺎﺋﺔ ﻭﻻ ﻳﺨﻔﻲ ﻣﺎ ﻓﻴﻪ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺣﺒﺎﻥ ﻛﺎﻥ ﻣﻦ ﺍﻟﻌﺒﺎﺩ ﺳﻤﻊ ﻣﻦ ﺃﻧﺲ ﺃﺣﺎﺩﻳﺚ ﻭﺟﺎﻟﺲ ﺍﻟﺤﺴﻦ ﻓﻜﺎﻥ ﻳﺴﻤﻊ ﻣﻦ ﻛﻼﻣﻪ ﻓﺈﺫﺍ ﺣﺪﺙ ﺑﻪ ﺟﻌﻞ ﻛﻼﻡ ﺍﻟﺤﺴﻦ ﻋﻦ ﺃﻧﺲ ﻣﺮﻓﻮﻋﺎ ﻭﻫﻮ ﻻ ﻳﻌﻠﻢ ﻭﻟﻌﻠﻪ ﺣﺪﺙ ﻋﻦ ﺃﻧﺲ ﺑﺄﻛﺜﺮ ﻣﻦ ﺃﻟﻒ ﻭﺧﻤﺴﻤﺎﺋﺔ ﺣﺪﻳﺚ ﻣﺎ ﻟﻜﺜﻴﺮ ﺷﻲﺀ ﻣﻨﻬﺎ ﺃﺻﻞ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﻣﻌﻴﻦ ﻣﺮﺓ ﻟﻴﺲ ﺑﺜﻘﺔ ﻭﻗﺎﻝ ﺍﻟﺠﻮﺯﺟﺎﻧﻲ ﺳﺎﻗﻂ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺍﻟﻤﺪﻳﻨﻲ ﻛﺎﻥ ﺿﻌﻴﻔﺎ ﻭﻗﺎﻝ ﺍﻟﺴﺎﺟﻲ ﻛﺎﻥ ﺭﺟﻼ ﺻﺎﻟﺤﺎ ﺳﺨﻴﺎ ﻓﻴﻪ ﻏﻔﻠﺔ ﻳﻬﻢ ﻓﻲ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻳﺨﻄﺊ ﻓﻴﻪ ﻭﻗﺎﻝ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻫﺎﺭﻭﻥ ﻗﺎﻝ ﺷﻌﺒﺔ ﺭﺩﺍﺋﻲ ﻭﺧﻤﺎﺭﻱ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﻛﻴﻦ ﺻﺪﻗﺔ ﺇﻥ ﻟﻢ ﻳﻜﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻳﻜﺬﺏ ﻓﻲ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻗﺎﻝ ﺷﻌﻴﺐ ﺑﻦ ﺣﺮﺏ ﺳﻤﻌﺖ ﺷﻌﺒﺔ ﻳﻘﻮﻝ ﻷﻥ ﺃﺷﺮﺏ ﻣﻦ ﺑﻮﻝ ﺣﻤﺎﺭﻱ ﺃﺣﺐ ﺇﻟﻲ ﻣﻦ ﺃﻥ ﺃﻗﻮﻝ ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﺎﻥ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺇﺩﺭﻳﺲ ﻋﻦ ﺷﻌﺒﺔ ﻷﻥ ﻳﺰﻧﻲ ﺍﻟﺮﺟﻞ ﺧﻴﺮ ﻣﻦ ﺃﻥ ﻳﺮﻭﻯ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﻭﻗﺎﻝ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ ﺣﺮﺏ ﺛﻨﺎ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻗﺎﻝ ﺟﺎﺀﻧﻲ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻘﺎﻝ ﺃﺣﺐ ﺃﻥ ﺗﻜﻠﻢ ﺷﻌﺒﺔ ﺃﻥ ﻳﻜﻒ ﻋﻨﻲ ﻗﺎﻝ ﻓﻜﻠﻤﺘﻪ ﻓﻜﻒ ﻋﻨﻪ ﺃﻳﺎﻣﺎ ﺛﻢ ﺃﺗﺎﻧﻲ ﻓﻲ ﺍﻟﻠﻴﻞ ﻓﻘﺎﻝ ﺃﻧﻪ ﻻ ﻳﺤﻞ ﺍﻟﻜﻒ ﻋﻨﻪ ﺇﻧﻪ ﻳﻜﺬﺏ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻗﺎﻝ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺯﺭﻳﻊ ﺣﺪﺛﻨﻲ ﻋﻦ ﺃﻧﺲ ﺑﺤﺪﻳﺚ ﻓﻘﻠﺖ ﻟﻪ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ ﻭﻫﻞ ﻳﺮﻭﻯ ﺃﻧﺲ ﻋﻦ ﻏﻴﺮ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺘﺮﻛﺘﻪ ﻭﻗﺎﻝ ﺑﻦ ﺳﻌﺪ ﺑﺼﺮﻱ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﺫﻛﺮﻩ ﺍﻟﻔﺴﻮﻱ ﻓﻲ ﺑﺎﺏ ﻣﻦ ﻳﺮﻏﺐ ﻋﻦ ﺍﻟﺮﻭﺍﻳﺔ ﻋﻨﻬﻢ ﻗﺮﺃﺕ ﻋﻠﻲ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻤﻜﺔ ﺃﺧﺒﺮﻛﻢ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﻤﻨﺠﺎ ﺑﻦ ﺍﻟﻠﺘﻲ ﺃﻥ ﺃﺑﺎ ﺍﻟﻮﻗﺖ ﺃﺧﺒﺮﻫﻢ ﺃﻧﺎ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻔﻴﻒ ﺃﻧﺎ ﺑﻦ ﺃﺑﻲ ﺷﺮﻳﺢ ﺃﻧﺎ ﺃﺑﻮ ﺍﻟﻘﺎﺳﻢ ﺍﻟﺒﻐﻮﻱ ﺛﻨﺎ ﺳﻮﻳﺪ ﺑﻦ ﺳﻌﻴﺪ ﺳﻤﻌﺖ ﻋﻠﻲ ﺑﻦ ﻣﺴﻬﺮ ﻗﺎﻝ ﻛﺘﺒﺖ ﺃﻧﺎ ﻭﺣﻤﺰﺓ ﺍﻟﺰﻳﺎﺕ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﺳﻤﺎﻋﺎ ﻧﺤﻮ ﺧﻤﺴﻤﺎﺋﺔ ﺣﺪﻳﺚ ﻓﻠﻘﻴﺖ ﺣﻤﺰﺓ ﻓﺄﺧﺒﺮﻧﻲ ﺃﻧﻪ ﺭﺃﻱ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺍﻟﻤﻨﺎﻡ ﻗﺎﻝ ﻓﻌﺮﺿﺘﻬﺎ ﻋﻠﻴﻪ ﻓﻤﺎ ﻋﺮﻑ ﻣﻨﻬﺎ ﺇﻻ ﺍﻟﻴﺴﻴﺮ ﺧﻤﺴﺔ ﺃﻭ ﺳﺘﺔ ﻓﺘﺮﻛﻨﺎ ﺍﻟﺤﺪﻳﺚ ﻋﻨﻪ ﺭﻭﺍﻫﺎ ﻣﺴﻠﻢ ﻓﻲ ﻣﻘﺪﻣﺔ ﻛﺘﺎﺑﻪ ﻋﻦ ﺳﻮﻳﺪ ﻓﻮﺍﻓﻘﻨﺎﻩ ﺑﻌﻠﻮ ﺩﺭﺟﺘﻴﻦ ﻭﺭﻭﺍﻫﺎ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻋﻦ ﺳﻮﻳﺪ ﻭﻗﺎﻝ ﺍﻟﻌﻘﻴﻠﻲ ﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻋﻠﻲ ﺍﻷﺑﺎﺭ ﻗﺎﻝ ﺭﺃﻳﺖ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺍﻟﻨﻮﻡ ﻓﻘﻠﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺍﺗﺮﺿﻲ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻗﺎﻝ ﻻ ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﺒﻴﺪ ﺍﻵﺟﺮﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ ﻻ ﻳﻜﺘﺐ ﺣﺪﻳﺜﻪ ﻭﺣﻜﻲ ﺍﻟﺨﻠﻴﻠﻰ ﻓﻲ ﺍﻹﺭﺷﺎﺩ ﺑﺴﻨﺪ ﺻﺤﻴﺢ ﺃﻥ ﺃﺣﻤﺪ ﻗﺎﻝ ﻟﻴﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ ﻭﻫﻮ ﻳﻜﺘﺐ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ﻋﻦ ﻣﻌﻤﺮ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﻧﺴﺨﺔ ﺗﻜﺘﺐ ﻫﺬﻩ ﻭﺃﻧﺖ ﺗﻌﻠﻢ ﺃﻥ ﺃﺑﺎﻥ ﻛﺬﺍﺏ ﻓﻘﺎﻝ ﻳﺮﺣﻤﻚ ﺍﻟﻠﻪ ﻳﺎ ﺃﺑﺎ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺃﻛﺘﺒﻬﺎ ﻭﺍﺣﻔﻈﻬﺎ ﺣﺘﻲ ﺇﺫﺍ ﺟﺎﺀ ﻛﺬﺍﺏ ﻳﺮﻭﻯﻬﺎ ﻋﻦ ﻣﻌﻤﺮ ﻋﻦ ﺛﺎﺑﺖ ﻋﻦ ﺃﻧﺲ ﺃﻗﻮﻝ ﻟﻪ ﻛﺬﺑﺖ ﺇﻧﻤﺎ ﻫﻮ ﺃﺑﺎﻥ ﻭﻗﺎﻝ ﺍﻟﺤﺎﻛﻢ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ ﻣﻨﻜﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﺗﺮﻛﻪ ﺷﻌﺒﺔ ﻭﺃﺑﻮ ﻋﻮﺍﻧﺔ ﻭﻳﺤﻴﻰ ﻭﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ << ﺩ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ
)] ﺗﻬﺬﻳﺐ ﺍﻟﺘﻬﺬﻳﺐ ﻹﺑﻦ ﺣﺠﺮ )]
.
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻓﻴﺮﻭﺯ ﺍﻟﺒﺼﺮﻱ ﺃﺑﻮ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺍﻟﻌﺒﺪﻱ ﻣﺘﺮﻭﻙ ﻣﻦ ﺍﻟﺨﺎﻣﺴﺔ ﻣﺎﺕ ﻓﻲ ﺣﺪﻭﺩ ﺍﻷﺭﺑﻌﻴﻦ ﺩ
)] ﺗﻘﺮﻳﺐ ﺍﻟﺘﻬﺬﻳﺐ - ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ )]
.
.
একনজরে মুহাদ্দিসগনের উল্লেখযোগ্য বক্তব্যঃ
==============================
===
.
ﻗﺎﻝ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ
------------------
ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ، ﺗﺮﻙ ﺍﻟﻨﺎﺱ ﺣﺪﻳﺜﻪ ﻣﻨﺬ ﺩﻫﺮ ﻣﻦ ﺍﻟﺪﻫﺮ ، ﻛﺎﻥ ﻭﻛﻴﻊ ﺇﺫﺍ ﺃﺗﻰ ﻋﻠﻰ ﺣﺪﻳﺜﻪ ﻳﻘﻮﻝ : ﺭﺟﻞ ، ﻭﻻ ﻳﺴﻤﻴﻪ ﺍﺳﺘﻀﻌﺎﻓﺎ ﻟﻪ
ﻗﺎﻝ ﺃﺑﻮﻃﺎﻟﺐ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻤﻴﺪ : ﺳﻤﻌﺖ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ ﻳﻘﻮﻝ : ﻻ ﻳﻜﺘﺐ ﻋﻦ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ . ﻗﻠﺖ : ﻛﺎﻥ ﻟﻪ ﻫﻮﻯ ؟ ﻗﺎﻝ : ﻛﺎﻥ ﻣﻨﻜﺮ ﺍﻟﺤﺪﻳﺚ
.
ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﺣﺎﺗﻢ ﺍﻟﺮﺍﺯﻱ
---------------------
ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ، ﻭﻛﺎﻥ ﺭﺟﻼ ﺻﺎﻟﺤﺎ ﻭﻟﻜﻨﻪ ﺑﻠﻰ ﺑﺴﻮﺀﺍﻟﺤﻔﻆ
.
ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﺯﺭﻋﺔ
----------------
ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ
ﻭﻗﺎﻝ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺃﺑﻰ ﺣﺎﺗﻢ : ﺳﺌﻞ ﺃﺑﻮﺯﺭﻋﺔ ﻋﻨﻪ ﻓﻘﺎﻝ : ﺗﺮﻙ ﺣﺪﻳﺜﻪ ﻭﻟﻢ ﻳﻘﺮﺃ ﻋﻠﻴﻨﺎ ﺣﺪﻳﺜﻪ ، ﻓﻘﻴﻞ ﻟﻪ : ﻛﺎﻥ ﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ ؟ ﻗﺎﻝ : ﻻ ، ﻛﺎﻥ ﻳﺴﻤﻊ ﺍﻟﺤﺪﻳﺚ ﻣﻦ ﺃﻧﺲ ﻭﻣﻦ ﺷﻬﺮ ﻭﻣﻦ ﺍﻟﺤﺴﻦ ، ﻓﻼ ﻳﻤﻴﺰ ﺑﻴﻨﻬﻢ .
.
ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﻮﺍﻧﺔ
----------------
ﻭﻗﺎﻝ ﺍﻟﺒﺨﺎﺭﻯ ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ ، ﻋﻦ ﻋﻔﺎﻥ ، ﻋﻦ ﺃﺑﻰ ﻋﻮﺍﻧﺔ : ﻟﻤﺎ ﻣﺎﺕ ﺍﻟﺤﺴﻦ ﺍﺷﺘﻬﻴﺖ ﻛﻼﻣﻪ ، ﻓﺠﻤﻌﺘﻪ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ ﺍﻟﺤﺴﻦ ، ﻓﺄﺗﻴﺖ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ ، ﻓﻘﺮﺃﻩ ﻋﻠﻰ ﻋﻦ ﺍﻟﺤﺴﻦ ﻓﻤﺎ ﺃﺳﺘﺤﻞ ﺃﻥ ﺃﺭﻭﻯ ﻋﻨﻪ ﺷﻴﺌﺎ .
.
ﻭﻗﺎﻝ ﺃﻳﻮﺏ ﺍﻟﺴﺨﺘﻴﺎﻧﻲ
---------------------
ﻣﺎ ﺯﺍﻝ ﻧﻌﺮﻓﻪ ﺑﺎﻟﺨﻴﺮ ﻣﻨﺬ ﻛﺎﻥ
.
ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺪﻱ
---------------
" ﻋﺎﻣﺔ ﻣﺎ ﻳﺮﻭﻳﻪ ﻻ ﻳﺘﺎﺑﻊ ﻋﻠﻴﻪ ، ﻭﻫﻮﺑﻴﻦ ﺍﻷﻣﺮ ﻓﻰ ﺍﻟﻀﻌﻒ ﻭﻗﺪ ﺣﺪﺙ ﻋﻨﻪ ﺍﻟﺜﻮﺭﻯ ، ﻭﻣﻌﻤﺮ ، ﻭﺍﺑﻦ ﺟﺮﻳﺞ ، ﻭﺇﺳﺮﺍﺋﻴﻞ ، ﻭﺣﻤﺎﺩ ﺑﻦ ﺳﻠﻤﺔ ﻭﻏﻴﺮﻫﻢ ، ﻭﺃﺭﺟﻮﺃﻧﻪ ﻣﻤﻦ ﻻ ﻳﺘﻌﻤﺪ ﺍﻟﻜﺬﺏ ﺇﻻ ﺃﻧﻪ ﻳﺸﺒﻪ ﻋﻠﻴﻪ ، ﻭﻳﻐﻠﻂ ، ﻭﻋﺎﻣﺔ ﻣﺎ ﺃﺗﻰ ﺃﺑﺎﻥ ﻣﻦ ﺟﻬﺔ ﺍﻟﺮﻭﺍﺓ ، ﻻ ﻣﻦ ﺟﻬﺘﻪ ; ﻷﻧﻪ ﺭﻭﻯ ﻋﻨﻪ ﻗﻮﻡ ﻣﺠﻬﻮﻟﻮﻥ
.
ﻭﻗﺎﻝ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
--------------
ﻛﺎﻥ ﺷﻌﺒﺔ ﺳﻴﻰﺀ ﺍﻟﺮﺃﻯ ﻓﻴﻪ
.
ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺴﺎﺋﻲ
-------------
ﻟﻴﺲ ﺑﺜﻘﺔ ، ﻭﻻ ﻳﻜﺘﺐ ﺣﺪﻳﺜﻪ
ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ
.
ﻭﻗﺎﻝ ﺳﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻱ
-----------------
ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻣﻮﺳﻰ ﺍﻟﺤﺮﺷﻰ ، ﻭﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺍﻟﻤﺒﺎﺭﻙ ﺍﻟﻌﻴﺸﻰ ، ﻋﻦ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻗﻠﺖ ﻟﺴﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻯ : ﺣﺪﺛﻨﻰ ، ﻗﺎﻝ : ﻳﺎ ﺑﻨﻰ ﻋﻠﻴﻚ ﺑﺄﺑﺎﻥ ، ﻓﺈﻧﻰ ﻗﺪ ﺭﺃﻳﺘﻪ ﻳﻜﺘﺐ ﺑﺎﻟﻠﻴﻞ ﻋﻨﺪ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻋﻨﺪ ﺍﻟﺴﺮﺍﺝ .
.
ﻭﻗﺎﻝ ﺷﻌﺒﺔ
-----------
ﻗﺎﻝ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﺷﻴﺒﺔ ﻭﻏﻴﺮﻩ ، ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺇﺩﺭﻳﺲ : ﻗﻠﺖ ﻟﺸﻌﺒﺔ : ﻣﺎ ﻗﻮﻟﻚ ﻓﻰ ﻣﻬﺪﻯ ﺑﻦ ﻣﻴﻤﻮﻥ ؟ ﻗﺎﻝ : ﺛﻘﺔ . ﻗﻠﺖ : ﻓﺈﻧﻪ ﺣﺪﺛﻨﻰ ﻋﻦ ﺳﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻯ : ﺃﻧﻪ ﺭﺃﻯ ﺃﺑﺎﻥ ﺍﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ ﻳﻜﺘﺐ ﻋﻨﺪ ﺃﻧﺲ ، ﻗﺎﻝ : ﺳﻠﻢ ﺍﻟﻌﻠﻮﻯ ﺍﻟﺬﻯ ﻛﺎﻥ ﻳﺮﻯ ﺍﻟﻬﻼﻝ ﻗﺒﻞ ﺍﻟﻨﺎﺱ ﺑﻠﻴﻠﺘﻴﻦ
ﻭﻗﺎﻝ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ ﻋﻦ ﺃﺑﻴﻪ : ﻗﺎﻝ ﻋﺒﺎﺩ ﺑﻦ ﻋﺒﺎﺩ ﺍﻟﻤﻬﻠﺒﻰ : ﺃﺗﻴﺖ ﺷﻌﺒﺔ ، ﺃﻧﺎ ﻭﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ، ﻓﻜﻠﻤﺎﻩ ﻓﻰ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ ، ﻓﻘﺎﻻ ﻟﻪ : ﻳﺎﺃﺑﺎ ﺑﺴﻄﺎﻡ ﺗﻤﺴﻚ ﻋﻨﻪ ؟ ! ﻓﻠﻘﻴﻬﻢ ﺑﻌﺪ ﺫﻟﻚ . ﻓﻘﺎﻝ : ﻣﺎ ﺃﺭﺍﻧﻰ ﻳﺴﻌﻨﻰ ﺍﻟﺴﻜﻮﺕ ﻋﻨﻪ .
.
ﻭﻗﺎﻝ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﻠﻲ ﺍﻟﻔﻼﺱ
---------------------------
ﻛﺎﻥ ﻳﺤﻴﻰ ﻭﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﻻ ﻳﺤﺪﺛﺎﻥ ﻋﻨﻪ
ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﻫﻮﺭﺟﻞ ﺻﺎﻟﺢ
.
ﻭﻗﺎﻝ ﻣﺎﻟﻚ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ
-------------------
ﻛﺎﻥ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻴﺎﺵ ﻃﺎﻭﺱ ﺍﻟﻘﺮﺍﺀ
ﻛﺎﻥ ﺃﺑﺎﻥ ﺑﻦ ﺃﺑﻰ ﻋﻴﺎﺵ ﻃﺎﻭﻭﺱ ﺍﻟﻘﺮﺍﺀ
.
ﻭﻗﺎﻝ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ
-------------------
ﻗﺎﻝ ﺃﺑﻮﺑﻜﺮ ﺑﻦ ﺃﺑﻰ ﺧﻴﺜﻤﺔ ، ﻋﻦ ﻳﺤﻴﻰ : ﻟﻴﺲ ﺣﺪﻳﺜﻪ ﺑﺸﻰﺀ
ﻗﺎﻝ ﻋﺒﺎﺱ ﺍﻟﺪﻭﺭﻱ ﻋﻦ ﻳﺤﻴﻰ : ﻭﺃﺑﺎﻥ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ
ﻗﺎﻝ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺻﺎﻟﺢ ، ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ : ﺿﻌﻴﻒ
.
ﻭﻗﺎﻝ ﺍﻟﺬﻫﺒـﻲ ﻓﻲ ﺍﻟﻜﺎﺷﻒ
------------------------
ﻗﺮﻧﻪ ﺑﺂﺧﺮ ( ﻳﻌﻨﻰ ﺃﺑﺎ ﺩﺍﻭﺩ ) ﻗﺎﻝ ﺃﺣﻤﺪ : ﻣﺘﺮﻭﻙ
.
ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﻓﻲ ﺍﻟﺘﻘﺮﻳﺐ
-------------------------
ﻣﺘﺮﻭﻙ
.
.
সুতরাং, হাদীসটি অত্যধিক দূর্বল {{ ﺿﻌﻴﻒ ﺟﺪًﺍ }}।
.
প্রকৃতপক্ষে কোনও সিক্বাহ রাভীর বর্ণনায় ৩ রাকাত বিতরের ২য় রাকাতে বৈঠক করে কিন্তু সালাম না ফিরিয়ে ৩য় রাকাতের জন্য দাঁড়ানোর সুস্পষ্ট উল্লেখ নেই।
==============================
======================
.
.
এপ্রসঙ্গে আরও উল্লেখযোগ্য যে,
অনেকে ক্ষেত্রে একটি হাদীস-এর অনুবাদ নিয়ে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। যেমনঃ
" হাদীস শরীফে আছে-
ﻻ ﺗﻮﺗﺮﻭﺍ ﺑﺜﻼﺙ ﺗﺸﺒﻬﻮﺍ ﺑﺼﻼﺓ ﺍﻟﻤﻐﺮﺏ , ﻭﻟﻜﻦ ﺃﻭﺗﺮﻭﺍ ﺑﺨﻤﺲ , ﺃﻭ ﺑﺴﺒﻊ , ﺃﻭ ﺑﺘﺴﻊ , ﺃﻭ ﺑﺈﺣﺪﻯ ﻋﺸﺮﺓ ﺭﻛﻌﺔ , ﺃﻭ ﺃﻛﺜﺮ ﻣﻦ ﺫﻟﻚ .
তোমরা শুধু তিন রাকাত বিতর পড়ো না, এতে মাগরিবের সাদৃশ্যপূর্ণ করে ফেলবে; বরং পাঁচ, সাত, নয়, এগার বা এরও অধিক রাকাতে বিতর পড়ো। -মুস্তাদরাকে হাকেম ১/৩০৪, হাদীস ১১৭৮; সুনানে কুবরা বাইহাকী ৩/৩১, ৩২" {{ http://www.alkawsar.com/article/188 }}।
.
দেখুন,
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
ﻻ ﺗﻮﺗﺮﻭﺍ ﺑﺜﻼﺙ ﺗﺸﺒﻬﻮﺍ ﺑﺼﻼﺓ ﺍﻟﻤﻐﺮﺏ ...
"মাগরিবের স্বালাতের মত করে ৩ রাকাত বিতর পড়ো না..."
.
অথচ তাঁর (সাঃ)-এঁর উপর দিয়ে কথা/শব্দ বাড়িয়ে দিয়ে অনুবাদ করা হয়েছে,
"তোমরা শুধু তিন রাকাত বিতর পড়ো না, এতে মাগরিবের সাদৃশ্যপূর্ণ করে ফেলবে...!!!"
.
.
রাসুলুল্লাহ (সাঃ)-এঁর মুবারক বাণীতে " শুধু " শব্দটি যোগ করে দেয়া হয়েছে; অথচ তিনি " শুধু " সহকারে বলেন নি, তাঁর নির্দেশ থেকে তা বুঝারও কোনও শার'ঈ কারন বা দলীল-প্রমাণ নেই।
.
আল্লাহই সর্বজ্ঞ।
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
৩ রাকাত বিতির - হানাফী রীতি খণ্ডন
বিতর vs মাগরিবের সালাত
মাগরিবের সাথে সাদৃশ্য রেখে (অর্থাৎ দুই তাশাহুদের সাথে) বিতর পড়ার সপক্ষে মাসিক আল কাউসার নামক পত্রিকার প্রদত্ত কিছু দলিলের পর্যালোচনা ।
# তাদের_দলিল
উম্মুল মু’মিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মাগরিব যেমন তিন রাকাত তেমনি বিতরও তিন রাকাত।’ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻮﺗﺮ ﺛﻼﺙ ﻛﺜﻼﺙ ﺍﻟﻤﻐﺮﺏ . (মাজমাউয যাওয়াইদ ২/২৪২)
# তাহক্বীক্ব
শুধু হাদীসটির মতন দিয়ে দিলেই দলিল হয় না ? সাধারন মানুষের চোখে তারা এইভাবে ধুলো ছিটিয়ে চলে যাচ্ছে ।
হাদীসটির সনদসহ আরবী রেওয়াত -
7170 - ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺃَﺣْﻤَﺪَ ﺍﻟﺮَّﻗَّﺎﻡُ ﺍﻟﺘُّﺴْﺘَﺮِﻱُّ، ﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦُ ﺍﻟﺼَّﺒَّﺎﺡِ ﺍﻟْﻌَﻄَّﺎﺭُ، ﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﺤْﺮٍ ﺍﻟْﺒَﻜْﺮَﺍﻭِﻱُّ، ﺛَﻨَﺎ ﺇِﺳْﻤَﺎﻋِﻴﻞُ ﺑْﻦُ ﻣُﺴْﻠِﻢٍ، ﻋَﻦِ ﺍﻟْﺤَﺴَﻦِ، ﻋَﻦْ ﺳَﻌْﺪِ ﺑْﻦِ ﻫِﺸَﺎﻡٍ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ، ﻗَﺎﻟَﺖْ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : « ﺍﻟْﻮِﺗْﺮُ ﺛَﻠَﺎﺙٌ ﻛَﺜَﻠَﺎﺙِ ﺍﻟْﻤَﻐْﺮِﺏِ »
(মাজমুল আল আওসাত , হাদীস নং ৭১৭০)
-> সনদে ৫ ম রাবী হলেন আবূ - বাহর আল বাকরাবী ( ﺃَﺑُﻮ ﺑَﺤْﺮٍ ﺍﻟْﺒَﻜْﺮَﺍﻭِﻱُّ ) একজন দূর্বল রাবী ।
এনার সম্পর্কে আবূ আহমাদ আল-হাকিম বলেন , তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নন । আবূ হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদীস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয় , তিনি নির্ভরযোগ্য নয় । আবূ দাঊদ আস সাজিসতানী বলেন, মানুষ তার হাদীস বর্জন করেছে । আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন , আমার দৃষ্টিতে তিনি দূর্বল । ইবনু হাজার আল-আসকালানী বলেন , তিনি দূর্বল ।
(তাহজীবুল কামাল , রাবী নং ৩৮৯৭ , ১৭/২৭১ পৃষ্ঠা ।)
-> সনদের ৪ র্থ রাবী হলেন ইসমাঈল বিন মুসলিম ( ﺇِﺳْﻤَﺎﻋِﻴﻞُ ﺑْﻦُ ﻣُﺴْﻠِﻢٍ ) একজন দূর্বল রাবী ।
এনার সম্পর্কে আবূ আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয় । আবূ বাকর আল - বাযযার বলেন, তিনি নির্ভরযোগ্য নয় । আবূ বাকর আল-বায়হাকী বলেন, আমরা তার হাদীস দ্বারা দলিল পেশ করি না । আবূ যুরআহ আর রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দূর্বল । আবূ আলী আল-হাফিয আন নায়সাবূরী বলেন, তিনি দূর্বল ।
(তাহজীবুল কামাল , রাবী নং ৪৮৩ , ৩/১৯৮ পৃষ্ঠা ।)
#তাদের_দলিল
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসের বিতর অর্থাৎ মাগরিব যেমন তিন রাকাত তেমনি রাতের বিতরও তিন রাকাত।’ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍ ﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺗﺮ ﺍﻟﻠﻴﻞ ﺛﻼﺙ ﻛﻮﺗﺮ ﺍﻟﻨﻬﺎﺭ ﺻﻼﺓ ﺍﻟﻤﻐﺮﺏ . (দারাকুতনী, নাসবুর রায়া ২/১১৯)
#তাহক্বীক্ব
হাদিসটি তারা গ্রহণ করলেন , কিন্তু হাদিসটির নীচে ইমাম দারাকুতনী (রহঃ) এর বক্তব্যকে গ্রহণ করতে ভুলে গেলেন ।
আসুন হাদীসটির সনদ এবং ইমাম দারাকুতনী (রহঃ) হাদীসটির সম্পর্কে কি মন্তব্য করেছেন সেটাও দেখি । সনদসহ আরবী রেওয়াত -
1653 - ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﻟْﺤَﺴَﻦُ ﺑْﻦُ ﺭُﺷَﻴْﻖٍ ﺑِﻤِﺼْﺮَ , ﺛﻨﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺃَﺣْﻤَﺪَ ﺑْﻦِ ﺣَﻤَّﺎﺩٍ ﺍﻟﺪُّﻭﻟَﺎﺑِﻲُّ , ﺛﻨﺎ ﺃَﺑُﻮ ﺧَﺎﻟِﺪٍ ﻳَﺰِﻳﺪُ ﺑْﻦُ ﺳِﻨَﺎﻥٍ , ﺛﻨﺎ # ﻳَﺤْﻴَﻰ _ ﺑْﻦُ _ ﺯَ
ﻛَﺮِﻳَّﺎ _ ﺍﻟْﻜُﻮﻓِﻲُّ , ﺛﻨﺎ ﺍﻟْﺄَﻋْﻤَﺶُ , ﻋَﻦْ ﻣَﺎﻟِﻚِ ﺑْﻦِ ﺍﻟْﺤَﺎﺭِﺙِ , ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦِ ﻳَﺰِﻳﺪَ ﺍﻟﻨَّﺨَﻌِﻲِّ , ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮﺩٍ , ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : « ﻭِﺗْﺮُ ﺍﻟﻠَّﻴْﻞِ ﺛَﻠَﺎﺙٌ ﻛَﻮِﺗْﺮِ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﺻَﻠَﺎﺓُ ﺍﻟْﻤَﻐْﺮِﺏِ »
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, রাতের বিতর তিন রাকাত, উহা হল দিনের বিতর মাগরিবের মত।
(সুনান দারাকুতনী , হাদীস নং ১৬৫৩)
ইমাম দারাকুতনী হাদীসটি আনার সাথে সাথেই উল্লেখ করেছেন ,
ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦُ ﺯَﻛَﺮِﻳَّﺎ ﻫَﺬَﺍ ﻳُﻘَﺎﻝُ ﻟَﻪُ : ﺍﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺍﻟْﺤَﻮَﺍﺟِﺐِ ﺿَﻌِﻴﻒٌ , ﻭَﻟَﻢْ ﻳَﺮْﻭِﻩِ ﻋَﻦِ ﺍﻟْﺄَﻋْﻤَﺶِ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ ﻏَﻴْﺮُﻩُ
ইয়াহইয়া বিন জাকারিয়া , যাকে ইবনে আবিল হাওয়াযিব বলা হয় তিনি যঈফ । আমাশ থেকে মারফু সূত্রে সে ছাড়া অন্য কেউ বর্ণনা করেনি ।
বিঃদ্রঃ এই ইয়াহইয়া বিন জাকারিয়া ( ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦُ ﺯَﻛَﺮِﻳَّﺎ ) হলেন উক্ত হাদীসের সনদের ৫ ম রাবী ।
#তাদের_দলিল
আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব হল দিবসের বিতর। অতএব তোমরা রাতের নামাযকেও বিতর (বেজোড়) কর। ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺻﻼﺓ ﺍﻟﻤﻐﺮﺏ ﻭﺗﺮ ﺍﻟﻨﻬﺎﺭ ﻓﺄﻭﺗﺮﻭﺍ ﺻﻼﺓ ﺍﻟﻠﻴﻞ . (মুসান্নাফ আবদুর রাযযাক ৩/২৮)
#তাহক্বীক্ব
মুসান্নাফ আব্দুর রাজ্জাকে সহীহ সনদে হাদীসটি এসেছে , সনদসহ আরবী রেওয়াত -
4676 ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ، ﻋﻦ ﻣﻌﻤﺮ ، ﻋﻦ ﺃﻳﻮﺏ ، ﻋﻦ ﺍﺑﻦ ﺳﻴﺮﻳﻦ ، ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﺻﻼﺓ ﺍﻟﻠﻴﻞ ﻣﺜﻨﻰ ﻣﺜﻨﻰ ، ﻭﺍﻟﻮﺗﺮ ﺭﻛﻌﺔ ﻣﻦ ﺁﺧﺮ ﺍﻟﻠﻴﻞ " ﻗﺎﻝ : ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : " ﺻﻼﺓ ﺍﻟﻤﻐﺮﺏ ﻭﺗﺮ ﺍﻟﻨﻬﺎﺭ ﻓﺄﻭﺗﺮﻭﺍ ﺻﻼﺓ ﺍﻟﻠﻴﻞ "
সনদের প্রত্যেক রাবীগনই নির্ভরযোগ্য এবং তারা প্রত্যেকেই সহীহ বুখারী ও মুসলিমের রাবী । এ হাদীছ থেকে বুঝা যায়, রাতের বিতর মাগরিবের মত করেই আদায় করতে হবে।কিন্তু এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কেননা এখানে রাকাতের সংখ্যার দিক থেকে যেমন মাগরিব নামায বিতর তথা বেজোড় করা হয়, অনুরূপ রাতেও বিতর তথা বেজোড় নামায আদায় করবে- উক্ত নামায আদায় করার জন্য মাগরিবের মত দু’ই তাশাহুদে পড়তে হবে একথা বলা হয়নি। এখানে রাকাতের সংখ্যার দিক থেকে বিতরকে মাগরিবের মত বলা হয়েছে- পদ্ধতির দিক থেকে নয়। এই কারণেই অন্য হাদীছে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিতর নামাযকে মাগরিবের সাথে সাদৃশ্য করে পড়তে নিষেধ করেছেন।
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
] ﻻَ ﺗُﻮﺗﺮُﻭﺍ ﺑِِﺜَﻼَﺙٍ ﺗَﺸَﺒَّﻬُﻮﺍ ﺑِﺼَﻼَﺓِ ﺍﻟﻤَﻐْﺮِﺏِ، ﻭﻟﻜِﻦْ ﺃﻭْﺗِﺮُﻭﺍ ﺑِﺨَﻤْﺲٍ ﺃﻭ ﺑﺴﺒﻊٍ ﺃﻭ ﺑِﺘِﺴْﻊٍ ﺃﻭْ ﺑِِﺎﺣﺪَﻯ ﻋَﺸَﺮَﺓ [
তোমরা মাগরিবের নামাযের সাথে সাদৃশ্য করে তিন রাকাত বিতর পড়না; বরং পাঁচ রাকাত দ্বারা বা সাত রাকাত দ্বারা বা নয় রাকাত দ্বারা কিংবা এগার রাকাত দ্বারা বিতর পড়।
শায়খ আলবানী বলেন, ‘তিন রাকাত বিতর দু’তাশাহুদে পড়লেই তা মাগরিবের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। আর হাদীছে এটাকেই নিষেধ করা হয়েছে। কিন্তু যদি একেবারে শেষ রাকাতে বসে তবে কোন সাদৃশ্য হবে না। হাফেয ইবনু হাজার ফাতহুল বারীতে[64] একথাই উল্লেখ করেছেন এবং ছানআনী সুবুলস্ সালামে[65] এই পদ্ধতিকে উত্তম বলেছেন।’[66]
সুতরাং প্রমাণিত হলো যে, বিতর নামাযকে মাগরিবের মত করে আদায় করা তথা দু’তাশাহুদে অর্থাৎ- দু’রাকাতের পর তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে এক রাকাত পড়া সুন্নাতের পরিপন্থী যা অবশ্যই পরিত্যাজ্য।
[৬৩] . তাহাভী, দারাকুতনী, ইবনু হিব্বান ও হাকিম হাদীছটি বর্ণনা করেছেন। হাকিম হাদীছটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী ছহীহ আখ্যা দিয়েছেন এবং ইমাম যাহাবী সমর্থন করেছেন। ইবনু হাজার ও শাওকানীও ছহীহ্ বলেছেন। (দ্রঃ ফাতহুল বারী, ২/৫৫৮, নায়লুল আউতার ৩/৪২-৪৩। শায়খ আলবানীও ছহীহ আখ্যা দিয়েছেন (দ্রঃ ছালাতু তারাবীহ্- ৮৪ ও ৯৭ পৃঃ)
[৬৪] . ফাতহুলবারী, ৪/৩০১।
[৬৫] . সুবুলুস্ সালাম, ১/১২২।
[৬৬] . ছালাতুত্ তারাবীহ্- আলবানী, পৃঃ ৯৭।
বাকী যে সকল দলিল আছে , সেগুলি ৩ রাকআত বিতরের সপক্ষে । কিন্তু তা মাগরিবের মতন আদায় করতে হবে (অর্থাৎ দুই তাশাহুদের সাথে) তার পক্ষে তারা উক্ত দলিলগুলি দিয়েছেন , সন্মানিত পাঠক ! আমরা কখনও বলি না যে , ৩ রাকআত বিতর আদায় করা সহীহ হাদীস দ্বারা প্রমানিত নয় , কিন্তু ৩ রাকআত বিতর ২ তাশাহুদের সাথে পড়ার কোন সহীহ দলিল নেই ।
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
চার মাযহাব
GS Islam
ভাই এর পোষ্ট থেকে কপি
ঘটনাটা কয়েকদিন আগের...!
আমার এক চাচা এবং আমার মাঝে
ফোনে কথা হচ্ছে মাঝহাব বিষয়ে...।।
উনি হানাফি মাজহাবের অনুসারী।
উল্লেখ্য যে উনি মাদ্রাসার লাইনে
উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি।
মাজহাব কেন মানতে হবে সে
উদ্দেশ্যে উনি আমাকে রেফারেন্স
হিসেবে সূরা নিসার ৫৯ নং হাদিসের
উদ্ধৃতি দিলেন।
আয়াতটি পড়ার পরে
উনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল...
প্রশ্ন(১) চাচা, আয়াতটি তো পড়লাম । এখন আমাকে
বলেন যে উক্ত আয়াত দিয়ে চার মাজহাবের
এক মাজহাব মানা ফরজ বুঝাচ্ছে
নাকি ওয়াজিব নাকি,
সুন্নত, নফল , মুস্তাহাব, মাকরুহ, কোনটি
বুঝাচ্ছে ?
...
উনি উত্তর দিয়েছেন ঠিক এভাবে...
=> আমি যতদুর লেখাপড়া শিখেছি
তাতে আমি জেনেছি ...
কুর-আনে সবকিছুর সমাধান
দেয়া থাকলেও সেগুলো সংক্ষিপ্তভাবে
বলা হয়েছে যেমন ... কুর-আনে সালাত
আদায় করার কথা বলা হয়েছে কিন্তু কিভাবে
আদায় করতে হবে তা বলা নাই। এজন্য বিস্তারিত
জানতে হলে আমাদেরকে হাদীস দেখতে হবে।
রাসুলের কথা বা কাজ এসব কিছুই হাদীস। কিন্তু
রাসুলের তেইশ বছর নবুয়তের জিন্দেগিতে যত হাদীস সব কিছুই
তো আর লিখে রাখা সম্ভব হয় নাই। বা পুরা তেইশ বছর
জুড়ে মাত্র এই কয়েক হাজার হাদীস ছিল ?? নিশ্চই
অনেক হাদীস বাদ পড়ে গেছে।
তাহলে দেখা গেল হাদীস দিয়েও তুমি
সবকিছু সমাধান করতে পারবে না।
যার কারণে বলা হচ্ছে (সূরা নিসা ৫৯)
উলিল আমরি মিনকুম
অর্থাৎ ফকিহগনের আদেশ মানতে হবে।
...
উনার বলা শেষ হলে আমি বললাম
ঠিক আছে এবার আমি কিছুক্ষণ বলি..
.
=> আমি উনাকে প্রথমে বললাম উক্ত
আয়াতের শেষের অংশটুকুতে তো একথা বলা
হচ্ছে যে, "যদি মতবিরোধ হয় তাহলে (ফারদ্দুহু ইলাল্লহি ওয়া রাসুলিহি)
আল্লাহ এবং তাঁর রাসুলের দিকে ফিরে যাও।"
তখন উনি জবাব দিলেন ...
"তার মানে আদেশদানকারীর কথা যদি
মত বিরোধপূর্ণ হয় তাহলে আবার
সেই কুর-আন হাদীসের দিকে ফিরে যেতে
হবে..!
আমি বললাম...
"তারমানে আবার গোড়ায় চলে যাও
।"
......
আমি তখন আনন্দিত হয়ে আরো
কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম...
প্রশ্ন(২) মনে করুন আমি শাফেয়ী মাজহাবের অনুসারী।
আর আমি যাকে বিয়ে করব সে হানফী মাজহাবী।
এখন প্রশ্ন হলো আমি কি তাকে বিয়ে করতে পারবো?
=> ( আমি প্রশ্নটি করার পর তিনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন)
পরে উত্তরে তিনি বললেন...... '' তাকে বিয়ে করতে পারবা কিনা এটা
আমি সঠিক বলতে পারলাম না... তবে আমি যতদুর লেখাপড়া শিখেছি
তাতে মনে হচ্ছে বিয়ে করা যাবে কোনো সমস্যা নেই। কারণ শাফেয়ী
মাজহাবের অনুসারীরাও জান্নাতে যাবে হানাফীরাও জান্নাতে যাবে।
তবে তুমি যে মাজহাব মানবা তোমাকে সে মাজহাব পুরোপুরি ভাবে
মানতে হবে তুমি যদি হানাফী মানো তাহলে তোমাকে পুরোপুরীভাবে
হানাফী মানতে হবে আর যদি শাফেয়ী মানো তাহলে পুরোপুরিভাবে
শাফেয়ী মানতে হবে। অর্ধেক হানাফী আর অর্ধেক শাফেয়ী মানা
যাবে না।
............
প্রশ্ন(৩) আচ্ছা ঠিক আছে মানলাম যে আমার বউ
পুরোপুরিভাবে হানাফি মানবে আর আমি পুরোপুরিভাবে
শাফেয়ি মাজহাব মানবো। এখন ধরেন... আমরা দুজন নামাজ
পড়বো বলে ওজু করে আসলাম। কোনো কারণে বা অনিচ্ছাকৃতভাবে
আমার বউয়ের শরীরে কোথাও আমার একটু হাত লেগে গেল বা স্পর্শ হলো।
এখন আমার কি ওজু থাকবে নাকি ভেঙে যাবে ?
=> উত্তরে তিনি বললেন, গায়ে টাচ করলে ওজু ভাঙবে বলে হানাফী মাজহাবে
কোথাও উল্লেখ নাই। এটা ওজু ভঙ্গের কারণের মধ্যে পড়ে না।
আমি উনাকে বললাম যে হ্যা... হানাফী মাঝহাবে এমতাবস্থায় ওজু
ভাঙবে না বলা হলেও শাফেয়ী মাঝহাবে কিন্ত এটা বলা হচ্ছে যে
ওযু ভেঙে যাবে। এখন..
.
প্রশ্ন (৪) আমি আমার স্ত্রীকে বলতেছি যে আমাদের ওজু
ভেঙে গেছে আর আমার স্ত্রী বলতেছে না ওজু ভাঙ্গে নাই।
তাহলে আমাকে বলেন সমাধান টা কি হবে ??
=> উত্তরে তিনি বললেন, " তুমি যেহেতু শাফেয়ী মাজহাব মানো
তাহলে তোমার মাজহাবের নিয়মানুসারে তোমার ওজু ভেঙে গেছে। আর তার মাজহাবের নিয়মানুসারে তার ওজু ভাঙে নাই।
=> আমি তখন বললাম এইটা কেমনে হলো ??
.
((বিঃদ্রঃ হানাফীদের চামড়ায় কি তেলের পরিমান বেশি যে তাদের ওযু ভাঙবে না পক্ষান্তরে শাফেয়ীদের চামড়া কি এতই খসখসে যে শরীরে সামান্য হাতের টাচ লাগাতেই ওযু ভেঙে গেল ??))
.
তখন আমি উত্তর দিলাম....
আবু দাউদ এর এক নম্বর খন্ড
অধ্যায় সত্তর হাদীস নম্বর ১৭৯,
অনুসারে এমতাবস্থায় ওযু
ভাঙ্গবে না..!
এছাড়া সহিহ বুখারী এর এক নম্বর খন্ড
হাদীস নম্বর ৫১৯ অনুসারে একই কথা
বলা হচ্ছে যে এমতাবস্থায় ওযু
ভাঙ্গবে না..!
.
প্রশ্ন (৫) এখন আমি কোনটা মানবো ?? হাদীস মানবো নাকি শাফেয়ী মাজহাবের ঐটাই মানবো ??
.
=> উনি একটু দায় সারার মতো কোনো
রকমে উত্তরে বললেন, "" তুমি যদি শাফেয়ী
মানো তাহলে তো সমস্যা নেই কেননা তিনি কিন্তু কুর-আন হাদীসের উপর ভিত্তি করেই সমাধান দিয়েছেন....!!""
.
তখন আমি বললাম
প্রশ্ন (৬) তাহলে
সুরা নিসার ৫৯ নং আয়াতের শেষের
সেই ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসুলিহি (মতবিরোধ হলে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও)... একথার কি হবে ??
তাছাড়া প্রত্যেক ইমামই বলেছেন যে.....
""যখন সহিহ হাদীস পাবে সেটাই গ্রহণ করবে "" অর্থাৎ
তিনি নিজেই বলেছেন সহিহ হাদীস গ্রহন করার কথা।
তাহলে আমি কি করবো ??
হাদীস গ্রহণ করবো ? নাকি ওজু ভেঙে গেছে ধরে নিব ?
.
তখন তিনি জবাবে বললেন,... হাদীসটা
যদি সঠিক হয়ে থাকে তাহলে হাদীস মানলে
তো সমস্যা নাই।
.
=> এরপর আরো অনেক কথা হয়েছিল
যা লিখতে গেলে ছোট খাটো একটা
বই হয়ে যাবে....
.
যা হোক...
কিছু প্রশ্ন বলে রাখি পারলে
মাজহাবী ভাইয়েরা উত্তর দেয়ার চেষ্টা
করবেন...
.
প্রশ্ন (৭) বিয়ের বছর দুই পর
আল্লাহ আমাদের একটা
ছেলে সন্তান দিলেন।
বাপ বলতেছে ওজু ভাঙবে আর
মা বলতেছে ওযু ভাঙবে না.... কার কথা মানবে সে ??
কিংবা মা বলতেছে
তোমাকে নাভীর নিচে হাত বাধতে হবে
আর বাপ বলতেছে নাভীর উপরে বাধতে
হবে। কার কথা মানবে সে ??
.
প্রশ্ন (৮) যেহেতু আমার স্ত্রী হানাফী
আর আমি শাফেয়ী তাহলে আমার
সন্তানের পরিচয় কি হবে ?? দুইটা কম্বাইন করে অর্থাৎ হানাফীর "হা" এবং শাফেয়ীর "শা" মিলে কি হাশায়ী হবে ??
নাকি চার মাজহাবের যেকোনো এক মাজহাব মানবে??
.
যদি বলেন সে তার পছন্দসই
যেকোনো একটা মাজহাব মানবে...
তাহলে দেখা গেলো সে বড় হয়ে হয়তো
হাম্বলি মাজহাব মানা শুরু করে দিল।
এক্ষেত্রে কিন্তু
কোনো আপত্তি দেখাতে পারবেন না।
.
প্রশ্ন: (৯) কোনো একটা কারণে রাগের মাথায় আমি
আমার বউকে এক সঙ্গে তিন তালাক
দিয়ে ফেললাম...
পরে আমি অনুতপ্ত হলাম যে কাজটা
করা উচিৎ হয়নি।
আমার বউয়ের কাছে শুনলাম সেও আমার কাছে থাকতে চায়।
কিন্ত সে হানাফী
মাজহাবের ফতুয়াটা দাড় করিয়ে বলল
যে, আমিতো থাকতে চাই কিন্ত আমার
মাজহাব তো বলছে পারবো না। একসঙ্গে
তিন তালাক দেয়াকে তিন তালাক হিসেবেই ধরার কথা বলা হয়েছে।
আমি বললাম ওটাকে এক তালাক
ধরতে হবে।
.
ছেলেকে বললাম তোমার মাকে ম্যানেজ
করো....
.
ছেলে কুর-আন হাদীসের রেফারেন্স
দিয়ে বলল যে আব্বা আমার মাকে
ফিরিয়ে নিতে পারবে....!
# দলিল: সুরা বাকারা ২২৯-২৩১
.
এক সঙ্গে তিন তালাক দিলে
সেটা এক তালাক হিসেবে?
ধরা হবে।
# দলিলঃ আবু দাউদ হা/২১৯৬, সূরা ত্বলাক আয়াত ০১
.
এখন
তাহলে সমাধানটা কি হবে ??
.
প্রশ্ন(১০) এটার কি কোনো
সমাধান আছে নাকি নতুন কোনো
ফতুয়া তৈরি হবে যে "এক মাজহাবের ছেলের
সাথে আরেক মাজহাবের মেয়ের
বিবাহ হারাম .!!
.
প্রশ্ন (১১) ""চার মাজহাবের এক মাজহাব
পুরোপুরিভাবে মানতে হবে বা চার মাজহাবের এক মাজহাব মানা ফরজ""
এই কথাটা কুর-আনের কোন সুরায় বর্ণিত
হয়েছে ?
বা কোন হাদীসে বর্ণিত হয়েছে ?
অথবা চার ইমামের কোন ইমাম বলে গেছেন ??
.
প্রশ্ন(১২).......আরো প্রশ্ন লাগবে.........???
.
বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
গঠনমূলক এবং দলিলভিত্তিক
আলোচনা/সমালোচনা করতে পারেন।
আপনাকে স্বাগতম।
লেখাটি ভালো লাগলে শেয়ার/কপি
যেভাবে পারেন অন্যকে পড়ার সুজোগ
করে দিন।
আল্লাহ আমাদেরকে মাজহাবের গোঁড়ামি
থেকে দূরে রেখে সঠিক জিনিষ জেনে বুঝে
আমল করার তাওফিক দান করুন।
(আমিন)
বুধবার, ২২ জুন, ২০১৬
চূড়ান্ত সিদ্ধান্ত (৩ পর্ব) ফরাজী
কেউ যদি দাবী করে যে,
ইজতিহাদী মাসআলায় তার বক্তব্য বা মতই চূড়ান্ত, তাহলে তিনটি সম্ভাবনা আছে, ১. সে আল্লাহ অথবা আল্লাহর রাসূল । ২. তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। ৩. উপরের দু'টি না ঘটে থাকলে এ লোকটি যে তার দাবীতে মিথু্যক, সেটাই চূড়ান্ত। প্রথম দু'টি বিষয় ছাড়া রাসূল স. এর ইন্তেকালের পরে ইজতিহাদী মাসআলায় কোন মতকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেয়ার দাবীদার হয়তো চূড়ান্ত মিথ্যুক নতুবা নিজের মতকেই শরীয়ত বা ওহী মনে করে। কোন মুজতাহিদ ইমাম ইজতেহাদের ক্ষেত্রে এই দাবী করে না যে, তার মতটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু হানাফী (হাপানি) জাহেল মুকাল্লীদ Lutfor Faraji এই দাবী করে যে, আমাদেরটাই চূড়ান্ত সিদ্ধান্ত।