বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

কপি

[[ বিঃদ্রঃ আমি কাজীকে আবার পাল্টা জবাব দিয়েছি তার লিংক

Click This Link

]]
কাজীর মূল লেখার কপি যা সংগ্রহ করা সংযোজনের পূর্বের //কাজী ছাইফুজ্জামান মাঝহাব বিদ্ধেষী Md SaRower HosSain এর মাঝহাব নিয়ে বিষেধাগার ও তার বিদ্ধেষপূর্ণ কিছু প্রশ্ন ও তার জবাব। : প্রশ্ন:- 1) লা-মাযহাবী দ্বারা কি বলতে চাও ??? ============== জবাব:- যারা মুজতাহিদ ইমামগণ ইজতেহাদ অস্বীকার করে নিজেরা মুজতাহিদ না হওয়া সত্ত্বেও নিজেরাই মুজতাহিদ সেজে বসে আছে, তাদেরকেই লা- মাঝহাবি বলি। প্রশ্ন:- 2) সর্বপ্রথম লা- মাযহাবি হলেন মুহাম্মাদ (সাঃ)! =============== ====== জবাব:- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝহাব মানবেন কেন? তিনি তো ওহি প্রাপ্ত শরিয়ত প্রণেতা। তাঁর নিকট ওহি এসেছে, তিনি শরিয়ত প্রণেতা, তাঁর মুক্কাল্লিদ হওয়ার প্রয়োজন নাই। তাই তিনি কারো মুক্কাল্লিদ নন। এখন আপনাকে জিজ্ঞেস করি যে, আপনিও কি অনুরুপ কিছু দাবি করতে চান? জবাব দিন। প্রশ্ন:- (3) লা মাযহাবি দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? লা মাযহাবি মানে যদি কোন মাযহাবের অনুসরণ না করাকে বুঝিয়ে থাকেন তবে সর্বপ্রথম লা- মাযহাবি ব্যক্তি হলেন মুহাম্মাদ রাসুলুল্লাহ ﷺ। জবাব:- এই প্রশ্নের জবাব ২য় প্রশ্নের জবাব একই। তিনি নিজেই শরিয়ত প্রণেতা অন্যের বিশ্লেষণ মানতে যাবেন কেন? এখন যদি ওহি আসার সম্ভাবনা থাকতো তাহলে হয়তো আপনি দাবি করতে পারতেন আপনার উপর ওহি নাজিল হয়েছে। তাই আপনি কাউকে মানছেন না। যেহেতু ওহির দরজা এখন বন্ধ, তাই আপনি ওসব বলতে পারেন না। আপনাকে অবশ্যই মুজতাহিদ ইমামের তাকলিদ করতে হবে। কারণ আপনি নবী নন, মুজতাহিদও নন। প্রশ্ন:- ( 4) তেমনি ভাবে- আবু বকর (রাঃ) ছিলেন লা-মাযহাবি! (5) হযরত উমর (রাঃ) লা-মাযহাবি! (6) হযরত উসমান (রাঃ) লা-মাযহাবি! (7) হযরত আলী (রাঃ) লা-মাযহাবি! জবাব:- তাঁরা নবীজিকে দেখে তাঁর থেকে শিখে সরাসরি আমল করেছেন, আপনি সে রকম হতে পেরেছেন কি? এছাড়া তাঁরা ছিলেন জলিলুল ক্কদর সাহাবি এবং মুজতাহিদ। আপনি এখনো তাঁদের পায়ের ধুলার সমানও হতে পারেন নি। প্রশ্ন:- ( 8) একই ভাবে ইমাম আবু হানীফা (রহ.) তিনি কোন মাযহাব মানতেন? তার তো কোন মাযহাব ছিলো না? সুতরাং ইমাম আবু হানীফা (রহ.) তিনিও লা-মাযহাবি! (9) ইমাম শাফি (রহ.) লা- মাযহাবি! (10) ইমাম মালেক (রহ.) লা- মাযহাবি! (11) ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) লা- মাযহাবি! জবাব:- যারা নিজেই মুজতাহিদ, তাদের জন্য অন্য কারো ইজতেহাদ মানা নিস্প্রয়োজন। উপরোক্ত মনিষিগণ যেহেতু মুজতাহিদ ছিলেন, তাই তাঁরা সরাসরি রাসূলের মুক্কাল্লিদ। প্রশ্ন:- ( 12) আবু হানীফা রহ কি হানাফী মাযহাব তৈরী করেছেন? (13) আবু হানীফা রহঃ কি সব বিষয়ে সমাধান দিয়ে গেছে? যদি দিয়ে থাকে তাহলে পরবর্তীতে নতুন সমস্যা দেখা দেয় কেন??? (14) আবু হানীফার জন্মের আগের দিন যেসব মানুষ মারা গেছে তারা কোন মাযহাব মানতো? তারা সবাই "লা-মাযহাবী" ছিল ?? (15) আবু হানীফা যখন শিশু ছিলো তখন সারা দুনিয়ার মুসলিমগণ কোন মাযহাব মানতো? "লা-মাযহাব" কি?? (16) আবু হানীফা তো আর জন্ম থেকেই মুজতাহিদ ছিলেননা। মুজতাহিদ হতে কম করে হলেও ২৫/৩০ বছর বয়স হয়েছে তার। তাহলে আবু হানীফার বয়স ২৫/৩০ বছর হওয়ার আগে সারা দুনিয়ার মুসলিমরা কোন মাযহাব মানতো? "লা- মাযহাবী" কি?? দলিল সহ জানতে চাই। জবাব:- বিজ্ঞ ব্যাক্তি হলে উপরের জবাবই যথেষ্ট। আর অজ্ঞ হলে তর্ক করা বৃথা। (মূল লেখা সময় দিন তারিখ September 28 . Monday at 9:57am)/// বিঃদ্রঃ সে (কাজী) পর সংযোজিত করেছে, তার জবাব দিব না, আমি তার মূল পোষ্টের মূল লেখার জবাব দিব তার লিংক এটা [[ বিঃদ্রঃ আমি কাজীকে আবার পাল্টা জবাব দিয়েছি তার লিংক

Click This Link

]]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন