বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

লা-মাযহাবী কাকে বলে ???

%লা-মাযহাবী কাকে বলে ???%
এই Lutfor Farazi দেওবন্দীর যাতে মাথা ব্যথা লা-মাযহাবী ফিতনা নিয়ে
আজকে ওরে এই লা মাযহাবী নিয়ে বাঁশ দিমু
2048:@ [356001264552341:]
ঐ মাযহাবী দেওবন্দীর ছেলে দেখও নিচে এই সম্মাণিত ব্যক্তিগন কোন কোন মাযহাব মানত ????
(হাপানিদের স্বাভাব হল ব্লক দিয়ে পালিয়ে বেড়ানো Lutfor Farazi এই দেওবন্দী একটা) ((বিঃদ্রঃ যারা হাপানি পালানোর কথা এখনো বলা হয়নি পরে হয়ত বলা লাগতে পারে ))
==============
(1) লা-মাযহাবী দ্বারা কি বলতে চাও ???
==============
(2) সর্বপ্রথম লা- মাযহাবি হলেন মুহাম্মাদ (সাঃ) !
=====================
(3) লা মাযহাবি দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন?
লা মাযহাবি মানে যদি কোন মাযহাবের অনুসরণ না করাকে বুঝিয়ে থাকেন তবে সর্বপ্রথম লা- মাযহাবি ব্যক্তি হলেন মুহাম্মাদ রাসুলুল্লাহ ﷺ।
(4) তেমনি ভাবে- আবু বকর (রাঃ) ছিলেন লা-মাযহাবি!
(5) হযরত উমর (রাঃ) লা-মাযহাবি!
(6) হযরত উসমান (রাঃ) লা-মাযহাবি!
(7) হযরত আলী (রাঃ) লা-মাযহাবি!
(8) একই ভাবে ইমাম আবু হানীফা (রহ.) তিনি কোন মাযহাব মানতেন? তার তো কোন মাযহাব ছিলো না?
  • সুতরাং ইমাম আবু হানীফা (রহ.) তিনিও লা-মাযহাবি!

(9) ইমাম শাফি (রহ.) লা- মাযহাবি!
(10) ইমাম মালেক (রহ.) লা-মাযহাবি!
(11) ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) লা- মাযহাবি!
{বিঃদ্রঃ উপরে উল্লেখ করা সম্মাণিত ব্যক্তি গন কেউ মাযহাব মানতেনা }
"লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে?? "লা-মাযহাবী" কে??
(8) ইমাম আবু হানিফা রহঃ এক নং """লা-মাযহাবী""" ছিলেন ।
মাযহাবীদের কাছে আমার কিছু জিজ্ঞাসাঃ
  • (12) আবু হানীফা রহ কি হানাফী মাযহাব তৈরী করেছেন?

(13) আবু হানীফা রহঃ কি সব বিষয়ে সমাধান দিয়ে গেছে?
  • যদি দিয়ে থাকে তাহলে পরবর্তীতে নতুন সমস্যা দেখা দেয় কেন???

(14) আবু হানীফার জন্মের আগের দিন যেসব মানুষ মারা গেছে তারা কোন মাযহাব মানতো? তারা সবাই "লা-মাযহাবী" ছিল ??
(15) আবু হানীফা যখন শিশু ছিলো তখন সারা দুনিয়ার মুসলিমগণ কোন মাযহাব মানতো?
"লা-মাযহাব" কি??
(16) আবু হানীফা তো আর জন্ম থেকেই মুজতাহিদ ছিলেননা। মুজতাহিদ হতে কম করে হলেও ২৫/৩০ বছর বয়স হয়েছে তার। তাহলে আবু হানীফার বয়স ২৫/৩০ বছর হওয়ার আগে সারা দুনিয়ার মুসলিমরা কোন মাযহাব মানতো? "লা-মাযহাবী" কি??
দলিল সহ জানতে চাই।
(আর একটি কথাঃ আমি যখন কুরান ও সহীহ হাদীসের কথা বলি তখন মাযহাবীরা আন্দাজে আবুল তাবুল বলে)
  • উপরিউক্ত প্রশ্নের জবাব চাই।

{~Wait & See~}
আপনাদের (হানাফি) স্বাভাব হল পোষ্টের উত্তর না দিয়ে কমান্ট করেন
[ বিঃদ্রঃ পোষ্টের উত্তর দিবেন আগে এবং ভিডিও দিতে পারবেনা লিখিত দিতে হবে কপি পোষ্ট নিষেধ লিংক বাজি বাতিল করা হবে
]

1 টি মন্তব্য: