শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

মুসলিম দর্গা পূজা আজও ত্যাগ করতে পারে নাই

মুসলিম দর্গা পূজা আজও ত্যাগ করতে পারে নাই
"ভারতীয় উপমহাদেশের মুসলিমগন দূর্গা পূজা ত্যাগ করতে পারলেও দর্গা পূজা আজও ত্যাগ করতে পারে নাই বড়ই আফসোস"
"কাজী নজরুল ইসলাম" তার কবিতার ছন্দে বলেছেন,
  • তাওহীদের হায় এ চির সেবক ভুলিয়া গিয়াছো সে তাকবীর॥

  • দূর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শীর

  • ওদের যেমন রাম নারায়ণ মোদের তেমন মানিক ""পীর""

  • ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর

  • ওদের শিব ও শিবানির সাথে আলী ফাতেমার মিতালী বেশ হাসানরে করিয়াছি কার্তীক আর হোসেনরে করিয়াছি গজ গনেশ

  • বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা আছি বসে

  • বিবি তালাকের ফাতওয়া খুজেছি কুরআন হাদীছ চষে॥

  • হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলীর তখনও মেটেনি গোল

  • এমন সময় আজরাইল এসি হাঁকিল, তলপি তোল॥

  • বাহিরের দিকে যত মরিয়াছি ভীতরের দিকে তত

  • গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন