প্রশ্ন- লেডিস মাযহাবী কারা?
"হানাফি" নামক ""সংঙ্কর হানাফি ধর্মের "" , লা~মাযহাবী (নুমান ইবনে সাবিত রঃ) অনুসারী আমাদের বলে লা~মাযহাবী॥
তাই আমরা একই সাথে চার ইমামকে মানতে পারি ও মানি।
আর একজন পুরুষ একই সাথে চারটা বউ রাখতে পারে।
"সংঙ্কর হানাফি ধর্মের" , লা~মাযহাবী (নুমান ইবনে সাবিত রঃ) অনুসারী একজন ইমামকে মানতে পারেন। বাকি তিনজনকে মানা তাদের জন্য হারাম।
আর একজন মহিলা একটা হাজবেন্ড রাখতে পারে। বাকি তিনটা রাখা হারাম।
প্রশ্ন- লেডিস মাযহাবী কারা?
- এই হানাফি মাযহাবের (সংঙ্কর হানাফি ধর্মের) নাম রাখাই হয়েছে একটা নারীর নামে
""হানাফি"" নামক ""সংঙ্কর হানাফি ধর্ম"" এর অনুসারীদের "হানাফি মাযহাব"এর সাথে ইমাম নুমান ইবনে সাবিত রহঃ এর কোন সম্পর্ক নেই ॥
কারণ তিনি এই মাযহাব তৈরি করে যান নি॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন