ওরা আবু হানীফার অনুসারী না, শয়তানের অনুসারী!!!
===================
দুঃখের বিষয়,
ব্যক্তি নুমান ইবনে সাবিত (আবু
হানীফা) রঃ এর সাথে বর্তমানে প্রচলিত ঊনার নামে তৈরি মাযহাবের কোন মিল
পাচ্ছি না! অদ্ভুদ!
বড়ই আফসোস নব্য
ভন্ড মাযহাবীদের
জন্য!
আজ পর্যন্ত কেউ
দেখাতে পারবে না,
নুমান ইবনে সাবিত (আবু হানিফা) রঃ
বর্তমানের
হানাফীদের মতো;
- টাকার বিনিময় কুরআন তেলওয়াত-খতম পড়েছে!!
- খতমে খাজেগানে, খতমে ইউনুস!!
- দুরুদে নারিয়া,
দুরুদে তাজ!!
- ছয় লতীফার জিকির,
হালকায়ে জিকির!!
- মানুষ মরলে তিন (৩) দিন,
চলিশ্শা ইত্যাদি!!
বিদ'আত কাজ তিনি
কখনো করেছেন??
ঊনি করেছেন??
সুতরা যারা এসব
কাজ করে আবার
হানাফি মাযহাবি দাবি করে;
আমি চ্যালন্জ করে
বলতে পারি, এরা
ব্যক্তি আবু হানীফা
(রহঃ) এর দূশমন,
সাহাবায়ে কেরাম
(রাযিঃ) এর দূশমন,
বিশ্বনবি সাঃ এর
দূষমন, ইসলামের
চরম দূশমন!! এবং ওরা আবু হানীফা (রহঃ) অনুসারী নয়, বরং শয়তানে অনুসারী!!!
এসব তো হানাফীদের এক দলের আমল। এই দলকে অন্য দলের (দেওবন্দি হানাফী) লোকেরা বিদ'য়াতি/মুশরেক বলে প্রকাশ্যে ফতোয়া দিয়ে থাকে। অর্থাৎ এরা মুশরেক - হানাফি! এই মুশরেক-হানাফীরা কওমিদেরকে বলে এরা ওয়ালীর দুশমন, নবীর দুশমন, এই ওয়াহাবী খারেজীরা কাফের। অর্থাত কাফের-হহানাফী! এসব আমার বক্তব্য না। এক হহানাফী অন্য হানাফীকে বলে থাকে। এখানে কওমী-হানাফীদের ভণ্ডামির তেমন কোন নমুনা দেয়া হয় নি। আসা করি আগামীতে দেখা যাবে।
উত্তরমুছুন