শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

প্রকৃত ঘটনা কি ?? সউদি আরবে মক্কায় বড় মসজিদের ভেতর ক্রেন দুর্ঘটনাবশত অনেক হাজী হতাহত হয়েছেন।

প্রকৃত ঘটনা কি ?? সউদি আরবে মক্কায় বড় মসজিদের ভেতর ক্রেন দুর্ঘটনাবশত অনেক হাজী হতাহত হয়েছেন। দাবি করা হচ্ছে যে, মরু ঝড় এর কারনে নাকি ক্রেন ভেঙে দুর্ঘটনাটি ঘটে। কিন্তু লাইভ ভিডিও ( https://youtu.be/f0Rup0kDWkg ) দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে যে বাতাসে ক্রেন এর কোন অংশ ভেঙে পড়ে নাই। বরং ক্রেন এর হাতল (বুম ও জিব) বিনা বাধায় পড়ার কারনে দুর্ঘটনাটি ঘটেছে। বাতাস যত জোরেই হক না কেন হাতল (বুম ও জিব) বিনা বাধায় পড়া সম্ভব নয়। এটি একমাত্র সম্ভব যদি ক্রেন চালনাকারী স্থান হতে ক্রেন এর প্রথম হাতল বুমকে কেউ একজন আনলক করে দেয়, আর কেন্দ্র থেকে আনলক করার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তাই বাতাস নয় বরং মানুষ এর দারাই স্যাবট্যাজটি সংগঠিত হয়। আপনারা যদি মধ্যপ্রাচ্যে গোয়েন্দাবৃত্তি করা ব্রিটিশ গোয়েন্দা হেম্পারের জীবন কাহিনি পড়েন, তবে দেখতে পাবেন সেখানে সে স্পষ্ট বলেছে যে তাদের ৩০০ বছরের প্ল্যান এর মধ্যে রয়েছে হজে যেতে বাধা প্রদান করতে হবে এবং ভয়-ভীতি প্রদর্শন করতে হবে যেন মানুষ হজে যাওয়া বন্ধ করে দেয়। ওই সময় হজ কাফেলায় আক্রমণ ও লুটপাট করা হতো হজে যাওয়া বন্ধ করার জন্য। কিন্তু এখন তো আর সেই যুগ নেই। এখন নতুন নতুন স্যাবোট্যাজ তৈরি করা হয় হজ থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য। গতকালকের ঘটনা একি ধরনের স্যাবটেজ। এর সাথে ইহুদি ও সউদিতে বসবাসরত তাদের দোসররা জড়িত। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। সূত্র: ব্রিটিশ গোয়েন্দা হেম্পারের জীবনী ‘confession of a british spy' এর ৭০ পৃষ্ঠা, যেখানে লেখা রয়েছে In order to do away with the worship of hajj, he is to provoke tribes to raid groups of hadjis (Muslim pilgrims), to plunder their belongings and to kill them. (লিঙ্ক: http://goo.gl/m0lE5J )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন