রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

কোউ ভুল করলে তার ঐই কথা টুকু বাদ দিতে হবে।

কোউ ভুল করলে তার ঐই কথা টুকু বাদ দিতে হবে। ------------- ----------------------------------------------------
  • আতী'উল্লা ওয়া আতী'উর রসূল


  • ------------- --------------------------------------------------- প্রমাণ কুরআনের আয়াত:
    আল্লাহ বলেছেন, (অনেক আয়াতে)

  • ""আতি'উল্লা ওয়া আতি'উর রাসূল""


  • সূরা নং ও আয়াত নং

    • ৩/৩২,১৩২;




    • ৪/১৩,৫৯,৬৯,৮০;




    • ৫/৯২;



    • ৮/১,২০,৪৬;



    • ৯/৭১;



    • ২৪/৪৭,৫২,৫৪;



    • ৩৩/৩১,৩৩;



    • ৪৭/৩৩;



    • ৪৮/১৭;



    • ৪৯/১৪;



    • ৫৮/১৩;



    • ৭৩/১৫,১৯



    খালি একটি আয়াতে আছে
    "" ইয়া~আইয়ুহাল লাযীনা আমানূ~আতী'উললাহা ওয়া আতী'উর রসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফী শাই'য়িন ফারুদদুহু ইল্লাল্লাহি ওয়ার রসূলি ইন কুনতুম তু'মিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি যালিকা খইরুওঁ ওয়া আহছানু তা'ওয়ীলা""
    [[59. ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺃَﻃِﻴﻌُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﺍ ﺍﻟﺮَّﺳُﻮﻝَ ﻭَﺃُﻭﻟِﻲ ﺍﻟْﺄَﻣْﺮِ ﻣِﻨﻜُﻤْۖﻔَﺈِﻥ ﺗَﻨَﺎﺯَﻋْﺘُﻢْ ﻓِﻲ ﺷَﻲْﺀٍ ﻓَﺮُﺩُّﻭﻩُ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟﺮَّﺳُﻮﻝِ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﺗُﺆْﻣِﻨُﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِۚﺫَٰﻟِﻚَ ﺧَﻴْﺮٌ ﻭَﺃَﺣْﺴَﻦُ ﺗَﺄْﻭِﻳﻠًﺎ হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর- যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। ]](নিসা ৪/৫৯)

    • এখানে কি উলিল আমরি পূর্বে ""আতি""শব্দ আছে যে তাদের কে মানতেই হবে?



    তাদের কথা যত টুকু আল্লাহ ও তার রাসূলের কথার সাথে মিলবে সেটুকু মানতে হবে।
  • বরং তাদের কথা আল্লাহ ও তার রাসূলের কথার বিরূদ্ধে যায় তবে তাদের মানা যাবে কি?


    • না আল্লাহ ও রাসূলের মানবে?



    কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করোন

    (আমিন)

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন