নাস্তিকীয়
প্রশ্নঃ
----------------------------
প্রশ্নঃ পৃথিবীতে নাকি মানুষ
ছাড়াও জ্বিন
নামে একটি জাতি বসবাস
করে ।কিন্তু
কোথায় ,তাহাদের
তো কোথায়
দেখা যায়না ? কেহ
কেহ বলেন জ্বিন
জাতি নাকি আগুনের
তৈয়ারি তাহলে দোযখের
আগুনে আবার
তাহাদের
শাস্তি হইবে কেমনে ?
====
উত্তরঃ জ্বি পৃথিবীতে মানুষ
ছাড়াও
আরেকটি জাতি আছে যাকে বলা হয়
জ্বিন । যদিও
আমরা অনেকেই
সেটাকে আমাদের
ভাষায় ভুত,প্রেত
বলে অভিহিত
করে থাকি ।
মহান
আল্লাহ
তাআলা বলেন,"আমি মানুষ
ও জ্বীন
জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র
আমার ইবাদাত করার
জন্য ।
"(সুরা যারিআতঃ৫৬)
তিনি আরও বলেন,
"আমি মানুষ
সৃষ্টি করেছি মৃত্তিকা হতে এবং জ্বিন
সৃষ্টি করেছি আগুন
হতে ।
"(সুরা হিজরঃ২৭)
আমরা জ্বীন
জাতিকে দেখতে পাইনা কারন
তারা অদৃশ্য ।
তবে তারা বিভিন্ন
রুপ ধারন
করতে পারে । আর
তখনই
তাদেরকে দেখা যায় ।
এমন অনেক মানুষ
আছে আছে যারা জ্বিনে বিশ্বাস
করতনা । কিন্তু
যখন তারা নিজেরাই
তা দেখেছে তখন
তারা নির্ধিয়ায়
মেনে নিয়েছে যে অবশ্যই
মানুষ ছাড়া আরও
কিছু একটা আছে ।
এমন লক্ষ লক্ষ
মানুষ আছে যাদের
জ্বীনের
এক্সপেরিয়েন্স
আছে ।আর সবাই
একযোগে তা সাক্ষ
দেবে ।
তাহলে এখন প্রশ্ন
হলো তারা আগুনের
তৈরি হলে জাহান্নামের
আগুনে আবার তাদের
শাস্তি হবে কেমনে ?
আমরা মানুষ মাটির
তৈরি । তাই
বলে কি মাটির খন্ড
দ্বারা আঘাত
করলে ব্যথা পাইনা ?
অবশ্যই পায় ।
ঠিক
তেমনি জ্বীন
আগুনের তৈরি হলেও
আগুন দিয়েই
তাদেরকে শাস্তি দেয়া সম্ভব
।
আর এছাড়াও
জাহান্নামের
আগুনের তাপ
পৃথিবীর আগুনের
তাপের চেয়ে ৬৯ গুন
বেশী ।
রাসুল (সাঃ )
বলেছেন, "পৃথিবীর
আগুনের তাপ
জাহান্নামের
আগুনের তাপের
একভাগের সমান ।
"(সহীহ বুখারী-
হাঃ/৩২৬৫ ; মুসলিম-
হাঃ/২৮৪৩)
সুতরাং আগুনের
সৃষ্টি জ্বীন যখন
তার নিজস্ব
তাপমাত্রা হতে ৬৯
গুন
বেশী তাপমাত্রাসম্পন্ন
আগুনে নিক্ষিপ্ত
হবে তখন
তারা শাস্তি পাবে কিনা তা সহজেই
অনুমেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন