সিহাহ সিত্তার ইমামরা কি মাযহাব মানতেন ???
যারা বলে চার ইমামরা মাযহাব তৈরি করেছে এবং সিহাহ সিত্তার ইমামরা মাযহাব মানতো তাদের জন্য
মাযহাব থেকে এই ইমামদের সময়ের পার্থক্য হল
==============
ইন্নাল হামদাইল্লাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল কারিম।
মাযহাবের ইমামদের এবং
সিহাহ সিত্তার ইমামদের
জন্ম ও মৃত্যুর সন বিস্তারিত নিচে
- ইমাম নুমান ইবনে ছাবিত (আবু
হানীফা) রহঃ এর জন্ম ৮০ হিজরী। মৃত্যু-১৫০
হিজরী।
- ইমাম মালিক রহঃ এর
জন্ম-৯৩ হিজরী।
মৃত্যু-১৭৯।
- ইমাম শাফেয়ী রহঃ এর
জন্ম-১৫০ হিজরী।
মৃত্যু-২০৪ হিজরী।
- ইমাম আহমাদ বিন বিন
হাম্বল রহঃ এর
জন্ম-১৬৪, মৃত্যু-২৪১
হিজরী।
[
- ইমাম আবু হানীফা রহঃ এর ছাত্র ইমাম আবু ইউসুফ রহঃ এর জন্ম ১১৩ হিজরী এবং মৃত্যু ১৮২ হিজরী
এবং
- ইমাম মুহাম্মদ রহঃ এর জন্ম ১৩১ হিজরী এবং মৃত্যু ১৮৯ হিজরী
]
মুহাদ্দিসীনদের জন্ম ও মৃত্যু নিচে দেওয়া হল
- মুহাম্মদ বিন ইসমাঈল
বুখারী রহঃ এর
জন্ম-১৯৪
হিজরী এবং মৃত্যু ২৫৬
হিজরী।
- মুসলিম বিন হাজ্জাজ
ইমাম মুসলিম রহঃ এর জন্ম ২০৪
হিজরী এবং মৃত্যু ২৬১ হিজরী।
- মুহাম্মদ বিন ঈসা বিন
সাওরা ইমাম
তিরমিজী রহঃ জন্ম-২১০
হিজরী এবং মৃত্যু ২৭৯
হিজরী।
- মুহাম্মদ বিন ইয়াজিদ
ইমাম ইবনে মাজাহ রহঃ এর জন্ম-২০৯
হিজরী এবং মৃত্যু-২৭৩ হিজরী।
- সুলাইমান বিন আসআস
ইমাম আবু দাউদ রহঃ এর জন্ম- ২০২
হিজরী এবং মৃত্যু-২৭৫ হিজরী।
- আবু আব্দুর রহমান
আহমদ ইমাম
নাসায়ী রহঃ এর জন্ম ২১৫ হিজরী এবং মৃত্যু ৩০৩ হিজরী।
উপরে এই হল সিহাহ সিত্তার
জন্ম ও মৃত্যুর সন।
লক্ষ্য করুন যে,আর মাযহাব প্রতিষ্ঠা হয় ৪০০ হি: এখন যে মুর্খ বলবে যে সিহাহ সিত্তার ইমামরা মাযহাব মানতেন তার মাথার কি আছে??? [দেখুন মাদ্রাসা পাঠ্য ৯ম -১০ম মুখতাসারুল কুদরি পৃঃ ৩ শাস্ত্রের পরিচিতিতে (২০১৩ সাল) ]
মাযহাব থেকে এই ইমামদের সময়ের পার্থক্য নিচে দেওয়া হল
- ইমাম নুমান ইবনে ছাবিত (আবু হানীফা) রহঃ এর মৃত্যুর ১৫০-৪০০=২৫০ বছর পর জন্ম লাভ করেছে হানাফি মাযহাবের
- ইমাম মালিক রহঃ এর মৃত্যু ১৭৯-৪০০=২২১ বছর পর জন্ম লাভ করেছে মালেকি মাযহাবের
- ইমাম শাফেয়ী রহঃ এর
মৃত্যু ২০৪-৪০০=১৯৬ বছর পর জন্ম লাভ করেছে শাফি মাযহাবের
- ইমাম আহমাদ বিন বিন
হাম্বল রহঃ এর মৃত্যু ২৪১-৪০০=১৫৯ বছর পর জন্ম লাভ করেছে হাম্বলী মাযহাবের
মুহাদ্দিসীনদের মৃত্যু কত পরে মাযহাবের জন্ম তা নিচে দেওয়া হল
- মুহাম্মদ বিন ইসমাঈল
বুখারী রহঃ এর মৃত্যু ২৫৬-৪০০=১৪৪ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
- মুসলিম বিন হাজ্জাজ
ইমাম মুসলিম রহঃ এর মৃত্যু ২৬১-৪০০=১৩৯ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
- মুহাম্মদ বিন ঈসা বিন
সাওরা ইমাম
তিরমিজী রহঃ এর মৃত্যু ২৭৯-৪০০=১২১ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
- মুহাম্মদ বিন ইয়াজিদ
ইমাম ইবনে মাজাহ রহঃ এর মৃত্যু ২৭৩-৪০০=১২৭ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
- সুলাইমান বিন আসআস
ইমাম আবু দাউদ রহঃ এর মৃত্যু ২৭৫-৪০০=১২৫ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
- আবু আব্দুর রহমান
আহমদ ইমাম
নাসায়ী রহঃ এর মৃত্যু ৩০৩-৪০০=৯৭ বছর পার প্রচলিত মাযহাব গুলো জন্ম হয়।
[
অতিরিক্ত তথ্য - ইমাম ইবন খুজাইমা (রহ) (মৃত্যু- ৩১১ হিজরি)
- ইমাম তহাবী (রহ) (মৃত্যু- ৩২১ হিজরি)
- ইমাম তাবারানী(রহ) (মৃত্যু- ৩৬০ হিজরি)
]
সিহাহ সিত্তার
জন্ম ও মৃত্যুর সন কি ঠিক আছে মাযহাবীরা ??
{{ Wait & See }}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন